TMC attends Congress meeting: রাহুল-আদানি নিয়ে বিরোধী বৈঠকে TMC-র, কালো পোশাক পরে অধিবেশনে কংগ্রেসের সাংসদরা

রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ ও আদানি ইস্যু নিয়ে সংসদে বিরোধীদের বৈঠকে যোগ দিল তৃণমূল কংগ্রেস। আগামিদিনে কোন পথে এগিয়ে যাওয়া হবে, তা নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। তারইমধ্যে রাহুলের সাংসদপদ খারিজ হওয়া নিয়ে আজ কালো পোশাক পরে আসেন কংগ্রেস সাংসদরা। যদিও সপ্তাহের কর্মদবিসে সংসদের অধিবেশন কয়েক মিনিটের বেশি চলেনি। দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। বিকেল চারটে পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যায়।

সোমবার সংসদ ভবনে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল, সিপিআইএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই, এনসিপি, কেরল কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), শিবসেনা (উদ্ধব ঠাকরের অংশ), আরজেডি-সহ একাধিক দলের সাংসদরা। রাহুলের সাংসদপদ খারিজ হওয়ার পরে আদানি ইস্যুতে কোন পথে এগিয়ে যাওয়া হবে, তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক চলে। 

আরও পড়ুন: Priyanka Gandhi: ‘আমার শহিদ বাবাকে অপমান’, রাহুল ইস্যুতে আবেগ ছুঁয়ে ঝোড়ো ভাষণে স্টেপ আউট প্রিয়াঙ্কার

বৈঠকে তৃণমূলের যোগদানের প্রসঙ্গে খাড়গে বলেন, ‘যাঁরা (আমাদের) সমর্থন করছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য গতকালও আমি সকলকে ধন্যবাদ জানিয়েছিলাম। গণতন্ত্র রক্ষা করতে এবং মানুষকে সুরক্ষিত রাখতে যাঁরা এগিয়ে আসবেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। যাঁরা আমাদের সমর্থন করছেন, তাঁদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)