প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ যাযাবরদের, কারণটা জেনে নিন

প্রিয়াঙ্কা রুদ্রাপ্পা

কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরিয়াপ্পার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে যাযাবর সম্প্রদায়ের বিরুদ্ধে। শিবামোগার শিকারিপুর এলাকায় দলে দলে যাযাবররা ঘিরে ফেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। তাদের দাবি, বিচারপতি এ জে সদাশিব কমিশনের রিপোর্টটি প্রত্যাহার করতে হবে।

এদিকে সামগ্রিক পরি্স্থিতিতে শহরে এরপর ১৪৪ ধারা জারি করা হয়। এব্যাপারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইয়েদুরিয়াপ্পার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের একেবারে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

দেখা যায় শয়ে শয়ে বিক্ষোভকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন। পরিস্থতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এরপর জল কামান নিয়ে এসে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন। একাধিক মহিলা বিক্ষোভকারীও জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, প্রতিবাদকারীরা ইয়েদুরিয়াপ্পার পোস্টার পুড়িয়ে ফেলে। তারা মুখ্যমন্ত্রীর বাসবরাজ বোম্মাইয়ের পোস্টার পুড়িয়ে ফেলে। অতিরিক্ত পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়।

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা জানিয়ে দিয়েছেন, বানজারা সম্প্রদায় ভুল বুঝছেন। তারা সংরক্ষণ বিল নিয়ে ঠিক বুঝতে পারেননি। তিনি বলেন, আগামী দুতিনদিনের মধ্য়ে আমি তাঁদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব। তারা ওই বিল সম্পর্কে ভুল বুঝছেন। তাদের সমস্যার সমাধান করা হবে। তবে পুলিশকে অনুরোধ করেছি কাউকে গ্রেফতার করবেন না। আমার বাড়ির সামনে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের যাতে গ্রেফতার করা না হয় সেব্যাপারে পুলিশকে বলেছি।

এদিকে বাসবরাজ বোম্মাই সরকার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে যাতে শিক্ষা ও কাজের ক্ষেত্রে তফসিলি জাতিদের জন্য নতুন করে সংরক্ষণ করা হয়। আসলে একটা নতুন ব্রেক আপ তারা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে। মানে বিভিন্ন ভাগে তাদের সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ এসসি(লেফ্ট)র জন্য় ৬ শতাংশ অভ্যন্তরীন কোটা, এসসি(রাইট) ৫.৫ শতাংশ সংরক্ষণ, বানজারা, বোভি, কুরুমা, কোর্চা উপজাতির জন্য ৪.৫ শতাংশ ও অন্য়ান্যদের জন্য বাকি ১ শতাংশ সংরক্ষণ করা হবে। আর সংরক্ষণের এই পর্যায় নিয়েই আপত্তি তুলেছেন বানজারারা।