‘হাওয়া নিকল সকতি হ্যায়’, রাজ্যসভায় ধনখড়ের উপদেশ, রাহুল আগেই বলেছিলেন…

রাজ্য়সভায় বিরোধী দলের সদস্যরা মঙ্গলবারও আদানি ইস্যুতে তুমুল হট্টগোল শুরু করেছিলেন। যৌথ সংসদীয় কমিটি তৈরির ব্যাপারে তাঁরা দাবি করতে থাকেন। এবার তানিয়েই মুখ খুললেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি সদস্যদের শান্ত করার সবরকম চেষ্টা করেন। তিনি বলেন, কুছ ভি মুমকিন হো সকতা হ্যায়। কুছ ভি হাওয়া নিকাল সকতে হ্যায়। আপ আপনি কুর্সি পর বৈঠিয়ে আউর মেরি নির্ণয় কে ইনতেজার কিজিয়ে। অর্থাৎ যে কোনও কিছু সম্ভব হতে পারে। যে কোনও বুদবুদই ফেটে যেতে পারে। নিজের জায়গায় বসুন আর আমার সিদ্ধান্তের জন্য় অপেক্ষা করুন।

এদিকে ধনখড়ের মুখে হাওয়া নিকাল সকতে হ্যায় শুনে অনেকের আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শেষ প্রেসমিটের কথা মনে পড়ে যাচ্ছে। সেই সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন রাহুল। ওই সাংবাদিক রাহুলকে প্রশ্ন করেছিলেন, বিজেপি আপনাকে ওবিসি বিরোধী বলে উল্লেখ করছে। কারণ ২০১৯ সালে আপনাকে সেকারণেই সুরাট আদালত দোষী সাব্যস্ত করেছিল। তাকে লোকসভা থেকেও সাসপেন্ড করা হয়েছিল। এনিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন, আপনি কীভাবে বিজেপির হয়ে সরাসরি কাজ করছেন? আপনি তো দেখছি এখন হাসছেন। দয়া করে যদি আপনি বিজেপির হয়ে কাজ করতে চান তবে বুকে বিজেপির প্রতীক লাগিয়ে রাখুন, তবে আমি আপনাকে সেভাবেই উত্তর দেব। এভাবে সাংবাদিকের ভান করে থাকবেন না। হাওয়া নিকাল গয়ি…

এদিকে রাহুল গান্ধীর এই মন্তব্যের পরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। মুম্বই প্রেস ক্লাব তাঁকে ক্ষমা চাইতে বলেন। মুম্বই প্রেস ক্লাব তাদের বিবৃতিতে জানিয়ে দেন, একজন সাংবাদিকের কাজই হল প্রশ্ন জিজ্ঞাসা করা। আর যারা প্রেস মিটের আয়োজন করছেন তাদের উচিত সম্মানের সঙ্গে সেই প্রশ্নের উত্তর দেওয়া। তবে এটা দুর্ভাগ্যজনক যে দেশের অন্যতম প্রাচীন দলের নেতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও সম্মান দেখাতে জানেন না।

এদিকে এবার জগদীপ ধনখড়ের মুখেও শোনা গেল সেই হাওয়া মন্তব্য। তবে তিনি এনিয়ে রাহুল গান্ধীর নাম উচ্চারণ করেননি। তবে তাঁর এই মন্তব্যের পরে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে বিরোধীরা তাদের দাবিতে অনড়। তাদের দাবি আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করতে হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup