Food poisoning Death: খাদ্যে বিষক্রিয়া,কুলতলিতে ইফতার পার্টির খাবার খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ শতাধিক

খাদ্যে বিষক্রিয়ার জেরে প্রাণ গেল কিশোরীর। অসুস্থ হয়ে পড়েন অন্তত শতাধিক। এই ঘটনাকে কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পাখিরালা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম হাফিজা সর্দার (১১)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে একটি ধর্মীও অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করার পরই অসুস্থ হয়ে পড়েন নিমন্ত্রিতরা। ভোররাত থেকে শরীর খারাপ করতে শুরু করে। বাসিন্দারা জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বেশির ভাগ শিশু।

অসুস্থদের অধিকাংশকে স্থানীয় কুলতলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে খবর প্রায় দেড়শ জনকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল। এর ৩০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বারুইপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে হাফিজা। তাঁর আত্মীয় আবু বক্কর সর্দার বলেন,’ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানাকার খাবার খায় হাফিজা। ভোররাত থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে হাফিজাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই তাঁর মৃত্যু হয়।’

(পড়তে পারেন। গৃহবধূর ছবি কলগার্ল হিসাবে ফেসবুকে ভাইরাল, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের)

এই পরিস্থিতিতে এলাকার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, তাদের বেডের সংখ্যা ৩০। পরিকাঠামো অনুযায়ী সবার চিকিৎসা করা হয়েছে।

খবর পেয়ে এলাকায় যান কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল। তিনি বলেন,’এখানে একটি ইফতার পার্টি ছিল। সেখানে খাবার জল বা খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অনুষ্ঠান বাড়ির জল ও খাবার পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।’