Kolkata Traffic Advisory: আছেন রাষ্ট্রপতি, আজ কলকাতায় কোন কোন রাস্তা এড়িয়ে যেতে হবে? কোন রুট ধরবেন?

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। শান্তিনিকেতনেও যাবেন তিনি। সেজন্য আজ (মঙ্গলবার) কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল ৭ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সেই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতার কোন কোন রাস্তা এড়িয়ে যাবেন এবং কোন কোন রাস্তা ব্যবহার করবেন, তা দেখে নিন –

সকাল ৭ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা ১০ মিনিট

  • দক্ষিণমুখী রেড রোড দিয়ে যে গাড়িগুলি যাওয়ার কথা আছে, সেগুলি মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড বা স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেবে কলকাতা পুলিশ।
  • উত্তরমুখী রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড (জেএল রোড) দিয়ে ওই গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
  • উত্তরমুখী খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
  • দক্ষিণমুখী খিদিরপুরে রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই গাড়িগুলি স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড দিয়ে ঘুরিয়ে দেবে কলকাতা পুলিশ।
  • দ্বিতীয় হুগলি সেতুর (বিদ্যাসাগর সেতু) পরিবর্তে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ দিয়ে গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: East-West Metro underwater tunnel: বউবাজারের টানেলেও চলবে মেট্রো! এপ্রিল থেকে গঙ্গার তলা দিয়ে শুরু হবে ট্রায়াল রান

সকাল ৮ টা ৪০ মিনিট থেকে সকাল ১১ টা ১৫ মিনিট

  • এজেসি বোস রোড দিয়ে যে গাড়িগুলি যাওয়ার কথা, সেগুলি সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড (পশ্চিম দিকে) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • এজেসি ফ্লাইওভারে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। পরিবর্তে এজেসি বোস রোড দিয়ে গাড়িগুলি ঘুরিয়ে দেবে কলকাতা পুলিশ।
  • যে গাড়িগুলি মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার কথা আছে, পার্ক সার্কাস কানেক্টর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

সকাল ১০ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট

  • উত্তরমুখী খিদিরপুর রোডের গাড়িগুলিকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবে।
  • দক্ষিণমুখী খিদিরপুরে রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ওই গাড়িগুলি।

আরও পড়ুন: Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! AC ট্রেনের ভাড়া কমিয়ে দিল রেল

  • কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, যে রুট দিয়ে ভিভিআইপিরা যাবেন, সেই রুটে আজ (মঙ্গলবার) সকাল ছ’টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)