Narendra Modi: ‘সব দুর্নীতিগ্রস্তরা এবার ভ্রষ্টাচারী বাঁচাও অভিযানের এক মঞ্চে’, রাহুল ইস্যুতে পারদ চড়তেই খোঁচা মোদীর

সামনেই হাইভোল্টেজ কর্ণাটক বিধানসভা ভোট। বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে, ফের একবার বিরোধীদের একহাত নিয়ে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, সমস্ত দুর্নীতিগ্রস্তরা একযোগে ‘ভ্রষ্টাটারী বাঁচাও অভিযান’-এ নেমেছেন। মোদী বলছেন, এমন এক সময়ে যখন ভারত বড় কিছুর দ্বারপ্রান্তে, এটা স্বাভাবিক যে দেশের ভিতরে ও বাইরে ভারতবিরোধী শক্তিগুলো একত্রিত হবে। 

বিজেপির পার্টি হেডকোয়ার্টারে একাংশের উদ্বোধনে নরেন্দ্র মোদী যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন,  ভারতের সংবিধানের বিধির ওপর ভিত্তি করে দেশ এগিয়ে চলেছে। আর যখন দেশের এজেন্সিগুলি ব্যবস্থা নেয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, তখন এজেন্সিগুলিকে আক্রমণ করা হয়। যখন দেশের কোর্ট কোনও রায় দেয়, তখন কোর্টকে প্রশ্ন করা হয়। মোদী বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে,  কিছু পার্টি ভ্রষ্টাচারী বাঁচাও অভিযানের এক মঞ্চের আওতায় আসছে’। উল্লেখ্য, সদ্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এক মানহানির মামলায় তাঁকে সাজা দেয় সুরাট কোর্ট। সুরাট কোর্ট রাহুল গান্ধীকে ২ বছরের কারাবাসের সাজা দেয়। তারপরই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যায়। এই ইস্যুতে ক্রমাগত বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। এবার সেই ইস্যুতে নরেন্দ্র মোদী বলছেন, ‘আমি যেখানে যাই, মানুষ আমাকে বলেন, মোদীজি থেমে যাবেন না। … আমরা যদি এখন থেমে যাই এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে, তাহলে এই মানুষগুলি ভেঙে পড়বেন না? আমাদের রুখতে পারবে না। ’

এদিনের ভাষণে নরেন্দ্র মোদী বলেন,’কংগ্রেসের বহু বড় নেতা জনসংঘের সময় থেকে বলতেন, যে জনসংঘ উপড়ে যাবে। এখন কংগ্রেস নেতারা বলছেন, মোদী তোমার কবর খোঁড়া হবে।’ মোদী একধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘বিজেপি সেরকম কোনও পার্টিই নয় যে টেলিভিশন, টুইটার, ইউটিউবে জন্মাবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, যে আমি কেন বিশ্রাম করি না যখন দুবার প্রধানমন্ত্রী হয়েই গিয়েছি, অনেকেই এটা জানেন না যে বিজেপি কর্মীদের ভাগ্যে বিশ্রাম নেই।’ উল্লেখ্য, দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে রেসিডেনশিয়াল কমপ্লেক্স ও অডিটোরিয়ামের উদ্বোধন করেন মোদী। সেই অনুষ্ঠানেই বিজেপির পুরনো দিনের কথা তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup