Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যার সমাধানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ছে রাজ্য

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোনওভাবেই স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা যাবে না বা চিকিৎসার নামে বেশি টাকা তোলা যাবে না। তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। বহু বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে রোগী এবং রোগী পরিজনদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধানে আরও তৎপর হল রাজ্য সরকার। এজন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমআই) গড়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।

গতকাল সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ার কথা ঘোষণা করা হয়। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, ‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিটের সাহায্যে সমস্যার দ্রুত প্রতিকার করা সম্ভব হবে। আগামী দিনে এই ইউনিট কাজ করবে।’ এ বিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ইউনিট গঠন হলে সে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া নিয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কেন স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া হচ্ছে না তাও জানতে চাওয়া হবে। যে কোনও ভুক্তভোগী অতি সহজেই এখানে অভিযোগ জানাতে পারবেন।

রাজের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, অনেক ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেড না পেয়ে রোগীদের ফিরিয়ে দিচ্ছে। এই ধরনের কোনও অভিযোগ পাওয়া গেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তা খতিয়ে দেখবে। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকার যে কড়া তা বোঝানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলির মধ্যে একটি হল স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্প চালু হয়েছিল ২০১৬ সালে। যার মাধ্যমে এই প্রকল্পে অন্তর্ভুক্ত পরিবারকে ৫ লক্ষ টাকার বার্ষিক স্বাস্থ্য বীমা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে প্রায় ২ হাজার ২০০টি স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। তবে এই কার্ড ফিরিয়ে দেওয়া এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে গত ১৮ মাসে ১০২টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৩টি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনও ব্যবস্থা নেওয়া নিয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup