নাবালিকা মহিলা ক্রিকেটারদের যৌন হেনস্থা, গ্রেফতার হরমনপ্রীত-দীপ্তিদের কোচ!। Cricket coach Harendra Shah booked for abuse of girls at academy in Dehradun

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে ফের একবার ‘আনস্পোর্টিং কাজকর্ম’। মহিলা ক্রিকেটারদের উপর অভব্য আচরণ, জাত-পাত নিয়ে বিদ্রুপ, ও যৌন হেনস্থা করার দায়ে এবার গ্রেফতার হলেন হরেন্দ্র শাহ (Harendra Shah) নামক এক কোচ। যিনি আবার ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) সঙ্গেও যুক্ত ছিলেন। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে শুধু ভারতীয় ক্রিকেট মহল নয়, সমগ্র খেলাধুলার জগতেও শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত কোচের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে পকসো আইনের ৭ ও ৮ নম্বর ধারাতেও অভিযোগ দায়ের করেছে পুলিস।  

হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-দীপ্তি শর্মাদের (Deepti Sharma) সঙ্গে কাজ করার পাশাপাশি, দেরহাদুনে নিজের অ্যাকাডেমি গড়েছেন হরেন্দ্র শাহ। সেখানে মূলত ১৩-১৮ বছরের মেয়েদের কোচিং করার তিনি। তাই এই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহের শুক্রবার সেই অ্যাকাডেমি থেকে একটি অডিও কিল্প বেরিয়ে যায়। সেই অডিও পুলিসের কাছে যেতেই আত্মহত্যা করতে গিয়েছিলেন হরেন্দ্র। পুলিসের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। 

আরও পড়ুন: Lionel Messi: মেসির হ্যাটট্রিক ও ১০০তম গোলের সৌজন্যে কুরাকাও-কে সাত গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আরও পড়ুন: Sourav Ganguly: কেন টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পাচ্ছে না টিম ইন্ডিয়া? জবাব দিলেন সৌরভ

এই বিষয়ে এসএসপি দলীপ সিং কুনওয়ার বলেন, ” মহিলা ক্রিকেটারদের যৌন হেনস্থা, গালিগালাজ, মারধোরের অভিযোগ, এমনকি কয়েকজন মেয়েকে জাত-পাতের নিরিখে অপমানজনক মন্তব্য করার দায়ে হরেন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।” 

কিন্তু কেন হরেন্দ্র আত্মহত্যা করতে গিয়েছিলেন? পুলিসের আরও দাবি, গত সোমবার এক মহিলা ক্রিকেটাররের বাবা স্থানীয় নেহেরু কলোনি পুলিস স্টেশনে গিয়ে হরেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর বিরুদ্ধে মহিলা ক্রিকেটারদের যৌন হেনস্থা, গালিগালাজ, মারধোরের অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনা হরেন্দ্রর কানে আসতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে সফল হননি। 

অভিযুক্ত কোচের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে পকসো আইনের ৭ ও ৮ নম্বর ধারাতেও মামলা সাজিয়েছে পুলিস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)