ভাঙড়ে ধস নামল আইএসএফে, তৃণমূলে যোগ ৬০ পরিবারের, MLA নওশাদ কি টেনশনে?

এবার নওশাদ সিদ্দিকির খাসতালুক ভাঙড়ে আইএসএফে ভাঙন ধরছে বলে খবর। তার সঙ্গেই ঘর গোছানো শুরু করছে তৃণমূল। আইএসএফ ও বিজেপি ছেড়ে প্রায় ৬০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ভাঙড়ের ব্যাওতা ২ অঞ্চলের কুলবেড়িয়া এলাকায় একের পর এক পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। এদিকে চুরির অভিযোগকে কেন্দ্র করে ঘাসফুল শিবিরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। তার মধ্যেই এভাবে আইএসএফে ভাঙন ও তৃণমূলে যোগদানের ঘটনাকে ঘিরে কিছুটা হলেও স্বস্তিতে ঘাসফুল শিবির।

তবে তৃণমূলের এই দাবি মানতে চাননি ভাঙড়ের বিধায়ক। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের পায়ের তলায় মাটি আলগা হয়ে গিয়েছে। তাই লোক দেখানোর জন্য এই সব নাটক করছে। পঞ্চায়েত ভোটেই বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছে।

সম্প্রতি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে পুলিশ গ্রেফতার করেছিল। দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন। প্রতিবার আদালত চত্বরে তিনি শাসকদলের বিরুদ্ধে তীব্র তোপ দাগতেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তিনি তাঁর অবস্থান বদলাননি। তবে এলাকায় নওশাদ সিদ্দিকি কতটা প্রভাব বিস্তার করতে পেরেছেন তা নিয়ে অবশ্য় ফের নয়া প্রশ্ন উঠে গেল। তবে কি এলাকায় নওশাদের রাশ আলগা হচ্ছে? তার জেরেই এই ঘটনা?

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ভাঙড়ের তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল ও খায়রুল ইসলামের সহায়তায় ৬০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। নেতৃত্বের দাবি, ভুল বুঝে যারা অন্য দলে চলে গিয়েছিলেন তারা ফের তৃণমূলে ফিরে এসেছেন।

তবে তৃণমূলের এই সব দাবি একেবারেই মানতে চাননি ভাঙরের বিধায়ক। তিনি তৃণমূলকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

তবে সামনেই পঞ্চায়েত ভোট। নওশাদের কাছেও অগ্নিপরীক্ষা। এলাকায় কতগুলি পঞ্চায়েত তৃণমূল দখল করতে পারবে তা নিয়েও ইতিমধ্য়েই জোর চর্চা চলছে। সেই সঙ্গেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নওশাদ কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে সেটাও এখন দেখার।

তবে ভাঙড়ে নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এর সঙ্গেই নওশাদকেও রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা পরিকল্পনা নিচ্ছে তৃণমূল। তবে প্রথম ধাক্কাতেই অন্তত ৬০টি পরিবারকে তৃণমূলের ছাতার তলায় ফিরিয়ে আনল শাসকদল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup