মেসির হ্যাটট্রিক ও ১০০তম গোলের সৌজন্যে কুরাকাও-কে সাত গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। Lionel Messi scores 100th goal with hattrick, Argentina beat Curacao by 7-0

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজয়ী আর্জেন্টিনার (Argentina) বিজয়রথ বুক ফুলিয়ে এগিয়েই চলেছে। একের পর এক প্রতিপক্ষ সেই রথের তলায় চাপা পড়ে হারাচ্ছে খেই। এবার যেমনটা হল ‘মিনোস’ কুরাকাও-এর (Curacao) ক্ষেত্রে। লিওনেল মেসির (Lionel Messi) হ্যাটট্রিক-সহ দেশের জার্সি গায়ে চাপিয়ে ১০০ গোলের সৌজন্যে বিশ্বকাপজয়ী দল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে (Fifa Friendly) বিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিল। 

আর্জেন্টিনার কাছে পাত্তা না পেলেও, ফুটবলে কুরাকাও খুব দুর্বল দেশ নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে রয়েছে এই দেশটি। ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপ দেশ জিতেছে ক্যারিবিয়ান কাপও। তবু আন্তর্জাতিক ফুটবলে কুরাকাওকে মোটেও পরিচিত নাম বলা যায় না। আর সেটাই ফ্যাক্টর হয়ে গেল। অভিজ্ঞতা কম থাকার জন্য মেনে নিতে হল একপেশে ফলাফল। 

নীল-সাদা বাহিনীর আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচটাও ‘মেসিময়’। শুধু শততম গোল নয়, হ্যাটট্রিক করে রাঙিয়েছেন মেসি। সেটাও প্রথমার্ধেই (৩৭ মিনিটের মধ্যে), আর্জেন্টিনার জার্সিতে এর আগে কখনওই যার (প্রথমার্ধে হ্যাটট্রিক) দেখা পাননি। গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জয়ের ঠিক ১০০ দিন পরই আর্জেন্টিনার হয়ে মেসির সোনায় বাঁধানো পা থেকে ১০০তম গোল। 

ধারে-ভারে আর্জেন্টিনার ধারে-কাছেও নেই কুরাকাও। এই ম্যাচ অনেকের কাছে তাই মেসির মাইলফলক অর্জনের ম্যাচ, তবে এর মধ্যেই কেউ কেউ মনে রাখবেন লাউতারো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে গোল মিসের মহড়া দেখিয়েছিলেন। এবার ৩ মিনিটের মাথায় যে মিসটা করেছেন সেটা অফসাইড না হলে সম্ভবত ‘মিস অফ দ্য সিজন’ এর তকমা পেয়ে যেত! মেসির পাসে ঠিকমতো পা ছোঁয়ালেই স্কোরারের তালিকায় নাম লিখিয়ে নিতে পারতেন ইন্টার মিলানের স্ট্রাইকার। তবে তিনি পারেননি। বিরতির পর প্রথম ৫ মিনিটের মধ্যে পাওয়া দুটি সুযোগও কাজে লাগাতেও ব্যর্থ হয়েছিলেন মার্টিনেজ! 

আরও পড়ুন: Lionel Messi: বিরাট সম্মান! পেলে-মারাদোনার পাশে জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের ‘শাসক’ মেসি

আরও পড়ুন: Lionel Messi: কোন তিন শর্ত মানলে বার্সেলোনায় ফিরতে পারেন ‘এল এম টেন’? জেনে নিন

মার্টিনেজের মিসটা দেখে কারও কি মনে হয়েছিল এটা গোলবন্যার বাঁধ ভাঙার ইঙ্গিত! কারণ ২০ থেকে ৩৫, এই ১৬ মিনিটের মধ্যে ৫ গোল করেছে আর্জেন্টিনা। এর মধ্যে ৩৩ থেকে ৩৭, এই ৫ মিনিটের মধ্যে এসেছে ৩ গোল! হ্যাঁ, প্রথমার্ধেই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয়েছিল কুরাকাও-এ। এই মুহূর্তগুলো তারিয়ে তারিয়ে উপভোগ করলেন এস্তাদিও মাদ্রে সিউদাদ স্টেডিয়ামের গ্যালারিভর্তি অগণিত সমর্থক। 

ম্যাচের ১০ মিনিটের মধ্যে দুটি সুযোগ পাওয়া মেসির গোল দেখে মনে হয়েছিল রেকর্ড গড়া শুধু সময়ের ব্যাপার। ২০ মিনিটে জিওভান্নি লো সেলসোর বুদ্ধিদীপ্ত পাস থেকে ডান পায়ের শটে সেরে ফেলেন শততম গোল। ইরানের আলী দাইয়ি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করা তৃতীয় ফুটবলার হলেন আর্জেন্টিনার মহাতারকা। এমনকি মেসি হলেন দক্ষিণ আমেরিকার প্রথম ফুটবলার, যিনি ১০০টি আন্তর্জাতিক গোল করলেন। 

মেসির গোলের দুই মিনিট পরই কুরাকাওয়ের পোস্ট কাঁপান নিকোলাস গঞ্জালেস। কাতার বিশ্বকাপ ফাইনালের একাদশে থাকা পাঁচজনকে এদিন দলে রেখেছিলেন হেড কোচ লিওনেল স্কালোনি। কুরাকাও-এর মাঝ মাঠ ও রক্ষণের মধ্যেও কোনও মেলবন্ধন ছিল না। ফলে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেস ও এনজো ফার্নান্দেজের বোঝাপড়ায় ফাঁকা জায়গা থেকে কেরিয়ারের অন্যতম সহজ গোল করেন মেসি। দুই মিনিট পর তাঁর পাস থেকে দুরপাল্লার শটে গোল করেন ফার্নান্দেজ। মেসিও দেরি করেননি। ৩৭ মিনিটে লো সেলসোর দুরপাল্লার পাস থেকে করা গোলে তুলে নেন আর্জেন্টিনার হয়ে নিজের নবম হ্যাটট্রিক। এই গোলের সৌজন্যে সব মিলিয়ে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ৫৭। সঙ্গে আর্জেন্টিনার হয়ে ১০২তম গোল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)