AI app to detect eye diseases: ফোনের অ্যাপই ধরবে চোখের রোগ, বানিয়েছে ১০ বছরের শিশু, কীভাবে শুনলে চমকে যাবেন

হানা রফিককে মনে আছে? নয় বছর বয়সী ছোট্ট মেয়েটিকে অ্যাপল সিইও টিম কুক মন খুলে প্রশংসা করেছিলেন। কারণও‌ ছিল। মাত্র নয় বছর বয়সেই সে সর্বকনিষ্ঠ আইওএস ডেভেলেপর হয়। বানিয়ে ফেলে একটি অ্যাপ। এবার তার বোন লীনা রফিক নতুন দৃষ্টান্ত তৈরি করল। দুবাইয়ের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভুত লীনা সম্প্রতি একটি বিশেষ এআই অ্যাপ তৈরি করে। যা এক লহমায় আপনার চোখ দেখে বলে দেবে চোখের কী কী রোগ হয়েছে। কত বছর বয়সে এই অ্যাপ তৈরি করেছে সে? শুনলে একটু অবাকই লাগবে। মাত্র ১১ বছর বয়সেই এই অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে।

আরও পড়ুন: ৭৫-এ কি বিছানায় সক্ষম থাকা যায়? ৯২-এরপর কোন সুখ পেতে বিয়ে? কী বলছেন চিকিৎসক

আরও পড়ুন: আরামে মলত্যাগ করুন, এক ফোঁটাও জল লাগবে না, কীভাবে করবেন ভাবছেন? ভিডিয়ো তো রইলই

সম্প্রতি লিঙ্কডইন সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টেই নিজের তৈরি অ্যাপের কথা লেখে লীনা। ওগলার আইস্ক্যান‌ নাম নয়া অ্যাপ কীভাবে কাজ করে সে কথাও বুঝিয়ে দেয় লীনা। আর পুরো অ্যাপটাই সে তৈরি করেছে মাত্র ১০ বছর বয়সে। কীভাবে কাজ করে এই অ্যাপ? লিঙ্কডইনের পোস্টেই একটি ভিডিয়ো শেয়ার করে দেখিয়ে দেয় অ্যাপের কার্য পদ্ধতি। লীনা তার পোস্টে লেখে, অগলার আইস্ক্যান‌ অ্যাপকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ট্রেনিং দেওয়া হয়েছে। চোখের কোন লক্ষণ কোন রোগকে বোঝায়, তা শিখিয়ে দিয়েছে ১১ বছরের খুদে। এবারে অ্যাপটি খুলে নির্দিষ্ট দূরত্বে চোখ রাখলেই চোখের স্ক্যান করতে শুরু করে জেয় ভিতরের প্রযুক্তি। আর তখনই ধরা পড়ে যায় চোখের বড় বড় রোগ। লীনার কথায়, চোখের ছানিও ধরে ফেলতে পারে ওই অ্যাপ।

আরও পড়ুন: এই কর্মক্ষেত্রের কর্মীরাই নাকি সবচেয়ে বেশি দুঃখে! আর কী বলছে ৮৫ বছরের গবেষণা

আরও পড়ুন: ব্যায়াম করার পরেই এই কাজগুলি করছেন নাকি? পুরো খাটুনিই জলে যাচ্ছে


স্বভাবতই, এমন পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। একের পর এক কমেন্টে লীনাকে প্রশংসা করতে থাকেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘এমন একটি অ্যাপ তৈরি করায় অনেক মানুষের উপকার হল।’ আরেকজন বলেন, ‘এত কম বয়সে এমন প্রতিভা! ভাবাই যায় না!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup