Paschim Medinipur: সোনার নাম করে লোহার মূর্তি বিক্রি, ব্যবসায়ীর সঙ্গে ৫ লক্ষ টাকার প্রতারণা

সোনার নাম করে লোহার মূর্তি বিক্রি করার অভিযোগ উঠল। সেই মূর্তি কিনতে গিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি চন্দ্রকোনার দরবস্তিবালা গ্রামের। এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন চন্দ্রকোনার আসবাব ব্যবসায়ী বুদ্ধদেব দাস। তাঁর অভিযোগ, তাঁকে বলা হয়েছিল মূর্তিটি খাঁটি সোনার। এর জন্য ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তবে তিনি পাঁচ লক্ষ টাকা বাকি রেখে এই মূর্তি কিনেছিলেন। মূর্তি নিয়ে বাড়ি আসার পর সেটি পরীক্ষা করে দেখেন মূর্তিটি আসলে লোহার তৈরি। ঘটনায় তিনি চন্দ্রকোনা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুদ্ধদেব বাবু পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী। চন্দ্রকোনা শহরেই তাঁর আসবাবপত্র তৈরির দোকান রয়েছে। ব্যবসায়িক সূত্রেই সুরের হাটের বাসিন্দা কাঠ ব্যবসায়ী লালু মাইতির সঙ্গে তাঁর পরিচয় হয়। লালু ওই ব্যবসায়ীকে কাঠ সরবরাহ করতেন। তাদের মধ্যে প্রতিদিনই সকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হত। বুদ্ধদেবের দোকানে গিয়ে ব্যবসা বাড়ানোরও কথা বলতেন। সেই সূত্রেই লালুর কাছ থেকে দুকিলো ওজনের ওই মূর্তির কথা জানতে পারেন বুদ্ধদেব। লালু তাঁকে জানান, গড়বেতার রসকুন্ডু গ্রামে তাঁর এক পরিচিতের কাছে ওই সোনার মূর্তি রয়েছে। তিনি জানান, তাঁর পরিচিত এই মূর্তিটি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিলেন বলে ভয়ে তিনি মূর্তিটি বাইরে বিক্রি করতে পারছেন না। এরপরে তিনি বাসুদেবকে মূর্তিটি কেনার প্রস্তর দেন।

সেই প্রস্তাবে রাজি হয়ে যান বাসুদেব। মূর্তি কেনার জন্য ১০ লক্ষ টাকা দাম ঠিক হয়। কিন্তু, তার আগে তিনি মূর্তিটি আদৌ সোনার কিনা তা পরীক্ষার জন্য একটি সোনার দোকানে নিয়ে যান। সেখানে মূর্তিকে সোনার বলে শংশাপত্র দেওয়া হয়। এরপর ৫ লক্ষ টাকা দিয়ে তিনি মূর্তিটি কিনে নেন। পরে বাড়ি এসে তিনি জানতে পারেন মূর্তিটি আসলে লোহার। পুলিশ তদন্তে জানতে পেরেছে, মূর্তিটি কেনার জন্য আরও দুজন ওই গ্রামে গিয়েছিলেন। পুলিশ জানতে পেরেছে, দুষ্কৃতীদের কাছে একটি সোনার মূর্তি রয়েছে। সেটি দেখিয়ে মূলত তারা প্রতারণা করেছে। বিক্রির সময় তারা লোহার মূর্তি হস্তান্তর করে। লালু মূর্তি বিক্রি চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁকে ধরতে পারলেই পুরো চক্রের হদিশ মিলবে বলে মনে করছে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই লালু চম্পট দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup