Rash driving in Bengaluru: পাংচার টায়ার নিয়েই ১২০ কিমি গতিতে ছুটল গাড়ি, গ্রেফতার চালক

গাড়ির এক দিকের টায়ার পাংচার। সেই অবস্থাতেই ঘণ্টায় ১২০ কিমি গতিতে গাড়ি ছোটালেন চালক। যা দেখে কার্যত অবাক পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর। এই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করছে পুলিশ। গাড়িটির পিছনে প্রায় ২ কিমি অবধি ধাওয়া করে গাড়ি চালককে পাকড়াও করতে সক্ষম হয়েছে বনাসওয়াড়ি ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে পুলিশ গাড়ি চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িটি ইন্দিরানগর থেকে আসছিল। গাড়ি চালকের নাম নিথিন যাদব।তিনি এইচআরবিআর লেআউটের বাসিন্দা। শনিবার ভোর ৩ টে নাগাদ কমমানহাল্লি মেইন রোডে গাড়িটিকে দ্রুত গতিতে যেতে দেখে পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে গাড়ির সামনের বা দিকের টায়ারটি পাংচার ছিল। তা দেখার পরেই ওই গাড়ির পিছু ধাওয়া করে ট্রাফিক পুলিশ। প্রায় ২ কিমি ধরে পিছু ধাওয়া করার পর পুলিশ গাড়িটিকে ধরতে সক্ষম হয়। তবে কোনওরকমের দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ। ধৃত চালক পুলিশকে জানিয়েছেন, ওই গাড়ির টায়ারটি যে পাংচার ছিল তা তাঁর জানা ছিল না। পুলিশের অনুমান, দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পুলিশের এক অফিসার জানিয়েছেন, ‘চালক আহত হননি বা তিনি অন্য কোনও যানবাহনকে আঘাত করেননি। রাস্তা ফাঁকা থাকায় তিনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আমাদের অনুমান, টায়ার ফেটে যাওয়ার পরে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। প্রায় এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পরে তিনি গাড়ি থামান। তবে ভোর হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। অন্য সময়ে ঘটনাটি হলে সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ।

বনাসওয়াড়ি ট্রাফিক পুলিশ চালকের ডাক্তারি পরীক্ষা করেছে। তাঁর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি বাজেয়াপ্ত করার পর পুলিশ তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠায়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর পাশাপাশি বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও পরে চালককে জামিন দেওয়া হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup