কলকাতাকে লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি, ধরনা মঞ্চে দাবি মমতার

কলকাতাকে লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি, বৃহস্পতিবার কলকাতার রেড রোডের ধরনামঞ্চ থেকে এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ‘দিল্লি চলো’ ডাক দেন তিনি। বলেন, দরকারে ট্রেন ভাড়া করে দিল্লি যাব।

এদিন মমতা বলেন, ‘আমরা বলেছিলাম কলকাতাকে লন্ডন করব। লন্ডনের থেকেও ভালো করে দিয়েছি। লন্ডনে একটা হাইড পার্ক আছে। সেখানে কতগুলো চিপসের দোকান আছে আর কয়েকটা হাঁস চরে বেড়ায়। আর কিছু নেই। আমাদের ইকো ট্যুরিজম পার্ক দেখুন, সেখানে কত সৃষ্টি আছে।’

মমতা বলেন, ‘আমি যখন রাস্তা দিয়ে যাই তখন খেয়াল করি কোথায় রাস্তাটা ভাঙা। কোন জায়গাটা নোংরা লাগছে। কলকাতা এমনি এমনি আজকের কলকাতা হয়নি। বাইরে থেকে যারা আসেন তারা বলেন, কলকাতাকে চেনা যায় না’।

একই সঙ্গে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, এই অত্যাচার যদি চলতে থাকে তাহলে আমরাও প্রতিবাদ করব। আবার ডাক দেব ‘দিল্লি চলো’। দরকারে ট্রেন ভাড়া করে দিল্লি যাব।

মমতার মন্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএমের তরফে জানানো হয়েছে, যে ইকো ট্যুরিজম পার্কের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জমি অধিগ্রহণ থেকে মাস্টারপ্ল্যান সব বাম সরকারের করা। ইকো ট্যুরিজম পার্কের মাস্টার প্ল্যান বাম সরকারের আবাসনমন্ত্রী গৌতম দেবের মস্তিষ্কপ্রসূত। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গিয়ে আন্দোলন করার ক্ষমতা থাকলে করুন না। ইডি তো ওনার ভাইপোকে খুঁজছে। তাই দিল্লি যেতে ভয় পাচ্ছেন তিনি। পিসির সঙ্গে তাঁরও দিল্লি ঘোরা হবে।