বারাকপুর সেনা ছাউনিতে প্রশিক্ষণের সময় দুর্ঘটনা, শহিদ উত্তরপূর্বের ২ জওয়ান

মহড়া চলাকালীন দুর্ঘটনায় বারাকপুর সেনা ছাউনিতে মৃত্যু হল ২ সেনা জওয়ানের। মৃত এনকে লোংখোলালের বাড়ি নাগাল্যান্ডে, মৃত অলড্রিন হামিংথানজুয়াল মণিপুরের বাসিন্দা।

সেনা সূত্রে জানা গিয়েছে, বারাকপুর সেনা ছাউনির ভিতরে একটি জলাধারের ওপর এদিন প্রশিক্ষণ চলছিল। বন্দুক হাতে নিয়ে দড়ি বেয়ে নদী পার করার প্রশিক্ষণ নিচ্ছিলেন সেনা জওয়ানরা। তিন জন করে মোট ৪টি দলে ভাগ করে প্রশিক্ষণ হয়। প্রথম ৩টি দল নির্বিঘ্নে প্রশিক্ষণ শেষ করে। কিন্তু শেষ দলটি দড়ি ধরে এগনোর সময় প্রায় ২০ ফুট ওপর থেকে জলাধারে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন অন্য জওয়ানরা। আহতদের কম্যান্ড হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। অন্য জনের অবস্থা গুরুতর।

জানা গিয়েছে, দড়ি থেকে জলাধারে পড়ে বুকে ও মাথায় আঘাত পান জওয়ানরা। যার ফলে জ্ঞান হারান তাঁরা। এর ফলে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের। সেনার বিধি মেনে দেহ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছেন কম্যান্ডিং অফিসার।

শহিদ জওয়ানদের পরিবারের সঙ্গে সেনার তরফে যোগাযোগ করা হয়েছে। দেহ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে সেনা কর্তৃপক্ষ।