Ahmedabad to hosts Final, Delhi Or Chennai to witness India vs Pakistan high voltage clash

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ভারতীয় দল (Team India) এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে (Pakistan) যেতে রাজি নয়। তাই শোনা যাচ্ছিল বাবর আজমরাও (Babar Azam) নাকি ভারতের মাটিতে আসতে রাজি নয়। শোনা যাচ্ছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ দেশে নিজেদের বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে পাক দল। যদিও আইসিসি (ICC) থেকে পাওয়া নতুন আপডেট অনুসারে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। পাকিস্তান নতুন এক রিপোর্টে সেই দাবিকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Sourav Ganguly: টিম ইন্ডিয়ার কোন তারকাকে টেস্ট ক্রিকেটে দেখতে চান মহারাজ? জেনে নিন

আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: কেন শখের একাধিক গাড়ি বিক্রি করে দিয়েছেন বিরাট? জেনে নিন আসল কারণ

শোনা যাচ্ছে আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। বরং দাবি করা হয়েছে বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত। সূত্রের খবর, চেন্নাই বা নয়াদিল্লিতে ভারত বনাম পাকিস্তান, মহারণ আয়োজিত হতে পারে।

এই নিয়ে ভারতের মাটিতে তৃতীয় বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তবে বিগত ১৯৯৬ সালের পর ২০১১ সালে ভারত যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। কিন্তু এইবার প্রথম এককভাবে ভারতেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)