East Bengal To Host Salman Khan As Club’s Centenary Celebration Continues


নয়াদিল্লি: ২০২০ সালে ইস্টবেঙ্গলের (East Bengal) শতবর্ষ পূরণ করেছিল। তবে করোনাকালে তেমনভাবে বড় করে শতবর্ষ উদযাপন করতে পারেনি লাল হলুদ। তাই শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া এখনও অব্যাহত। সেই শতবর্ষ উৎসব উপলক্ষ্যেই এবার ইস্টবেঙ্গলে আসতে পারেন বলিউড তারকা সলমান খান (Salman Khan)। ময়দানে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে।

লাল হলুদ তাঁবুতে সলমন?

সলমনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে বলেই শোনা যাচ্ছে। এখনও পাকাপাকিভাবেই কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৩ মে লাল হলুদ তাঁবুতে সলমান খান আসতে পারেন। করোনাকালে যেহেতু তেমনভাবে উৎসব করা সম্ভব হয়নি, সেই কারণেই দলের সমর্থকদের সঙ্গে শতবর্ষ পূরণ করার আনন্দ ভাগ করে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এই কারণেই সলমান খানকে ক্লাব তাঁবুতে আনায় উদ্যোগী লাল হলুদ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ মরসুমের আইএসএলে গত দুই বারের তুলনায় অধিক ম্যাচ জিতলেও লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল। দলের পারফরম্যান্স সমর্থকদের হতাশই করেছিল বটে। তবে আসন্ন মরসুমে শক্তিশালী দল গড়ে খেতাবের জন্য চ্যালেঞ্জ জানাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। তাই ইতিমধ্যেই দলগঠনের জন্য ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে লাল হলুদ। স্টিফেন কনস্ট্যান্টাইন প্রত্যাশিত ফলাফল দিতে না পারায়, তাঁকে কোচের পদ থেকে ছ

েটে ফেলা হবে বলেই খবর। 

এপ্রিলেই নতুন কোচ ঘোষণা

গত শনিবারই ক্লাব কর্তা ও লগ্নিকারী সংস্থার প্রতিনিধিরা এক বৈঠকে বসেছিলেন। গত বৈঠকের পরেই লাল হলুদ কোচ হিসাবে স্টিফেন কনস্ট্যান্টাইনের চাকরি যাওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাতে কার্যত সিলমোহর দিয়ে দিলেন ইমামি কর্তা সন্দীপ অগ্রবাল (Sandip Agarwal)। তিনি বলেন, ‘আমরা আগামীদিনে ভাল খেলোয়াড় এবং কোচ নিতে ঝাঁপাব। এর আগে আইএসএলে কোচিং করানো অভিজ্ঞতা রয়েছে, এমন কাউকে দলের দায়িত্ব দিতে চাইছি। তাঁর ইচ্ছামতোই খেলোয়াড় নিয়ে দলগঠন হবে। আশা করছি এপ্রিলের মধ্যেই দলের নতুন কোচ বাছাই করা হয়ে যাবে।’

শোনা যাচ্ছিল প্রাক্তন ওড়িশা কোচ, জোসেপ গোম্বাউের হাতে ইস্টবেঙ্গল কর্তারা দলের দায়িত্ব তুলে দিতে আগ্রহী ছিলেন। তবে দলের অন্দরমহলেই এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। অনেকেই গোম্বাউের হাতে দলের রিমোট কন্ট্রোল তুলে দিতে রাজি নন। তবে এই আজকের বৈঠকের পর সন্দীপ স্পষ্ট জানিয়ে দেন ম্যানেজমেন্টের মধ্যে কোনওরকম বিরোধ নেই। ক্লাব কর্মকর্তা ও লগ্নিকারী সংস্থার কর্তারা একত্রিতভাবেই আসন্ন মরসুমের জন্য শক্তিশালী দল গঠনে তৎপর। প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের সঙ্গে আলাপ আলোচনা করেই দলের কোচ বাছাইয়ের কাজ করা হবে বলেই জানানো হয়। পাশাপাশি দলে ভাল বিদেশি খেলোয়াড় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: আমদাবাদে আয়োজিত হবে ফাইনাল, ভারত-পাক ম্যাচ সম্ভবত চেন্নাই বা নয়াদিল্লিতে