IPL 2023: Sunil Narine Joins Kolkata Knight Riders Camp At Mohali, Available For The First Match


মোহালি: কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্রাণভোমরা তিনি। তাঁর স্পিন রহস্য ভেদ করতে না পেরে আত্মসমর্পণ করেছেন তাবড় ব্যাটাররা। আর স্পিন-অস্ত্র দিয়েই বাজিমাত করেছে কেকেআর। 

সেই বিস্ময়-স্পিনার সুনীল নারাইন (Sunil Narine) কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে কেকেআরের ক্রিকেটারেরা এখন মোহালিতে। সরাসরি সেখানে যোগ দিয়েছেন নারাইন।

কেকেআর শিবির থেকে নারাইনের চণ্ডীগড়ের হোটেলে ঢোকার ছবি পোস্ট করা হয়। লেখা হয়, সুনীর নারাইন এদিনই চণ্ডীগড়ে কেকেআর শিবিরে যোগ দিলেন।

কেকেআরের বোলিং তূণে ব্রহ্মাস্ত্র অবশ্যই সুনীল নারাইন। ২০১২ সালে আইপিএলে অভিষেক। সেই আইপিএলে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। ২ বছর পরে ২১ উইকেট নিয়ে ফের কেকেআরকে ট্রফি জেতান। বরুণ চক্রবর্তীর সঙ্গে জুট

ি বেঁধে আরও ভয়ঙ্কর তিনি।

বলে হোক কী ব্যাটে, ২-১ ওভারের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আইপিএলে ওভার প্রতি মাত্র ৬.৬৩ রান করে খরচ করে নিয়েছেন ১৫২ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটপ্রাপকদের তালিকায় আট নম্বরে। ব্যাট হাতে রয়েছে ১০২৫ রান। প্রায় ১৬৩ স্ট্রাইক রেট। রয়েছে ৪টি হাফসেঞ্চুরি। বিগহিটার। কেকেআরের সেরা অস্ত্র।

ছিটকে গেলেন মুকেশ

রাত পোহালেই আইপিএল (IPL)। আর প্রথম দিনই মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে সেই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস।

পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার। তাঁর পরিবর্ত কে হবেন, তাও ঘোষণা হয়ে গেল এদিন।

পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ফের ধাক্কা খেলেন ধোনিরা। ছিটকে গেলেন পেসার মুকেশ চৌধুরী। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে।

গত মরসুমে লিগ পর্বে দুবারের সাক্ষাতে দুবারই সিএসকে-কে হারিয়েছিল গুজরাত টাইটান্স। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবেন হার্দিক পাণ্ড্যরাই।

অভিযান শুরুর আগে গুজরাত টাইটান্স শিবিরে কোনও চোট আঘাত নেই। ক্রিকেটারেরা সকলেই ফিট। তবে ডেভিড মিলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না গুজরাত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ খেলবেন বলে তিনি ৩ এপ্রিলের আগে হার্দিকদের শিবিরে যোগ দিতে পারবেন না। আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল পাকিস্তান সুপার লিগে খেলতে না পারলেও গুজরাত শিবিরে যোগ দিয়েছেন। 

অন্যদিকে সিএসকে পেসার মুকেশ চৌধুরী চোটের জন্য নেই। বেন স্টোকস খেলবেন। তবে হাঁটুর চোটের জন্য বল করবেন না। শুধু ব্যাটার হিসাবে তাঁকে খেলাবে সিএসকে।