Mamata Banerjee: গানের ব্যান্ড গড়বেন মমতা ঘোষণা ধরনা মঞ্চে, তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি

কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’‌দিনের ধরনার আজ বৃহস্পতিবার শেষ দিন। আর এখানে সকাল থেকে মুখ্যমন্ত্রীকে গান শুনিয়েছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড গড়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চ থেকে এমন ঘোষণা শুনে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা। আর এখানে এসেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন সৌরভ।

ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?‌ আজ সকাল থেকেই গান শোনেন মুখ্যমন্ত্রী। ধরনা মঞ্চে সকাল ৯টায় চলে আসেন তিনি। আর বেলা বাড়তেই গান শুনে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। আর মঞ্চে থাকা অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনদের বলেন, ‘এঁরা খুব ভাল গান গায়। আমাদের যখন গান হবে এদের ডেকে নিও। আর তোমাদের একটি সিন্থেসাইজার উপহার দেবো। আমার নিজের তিনটে রয়েছে। নতুনই প্রায়। ওটা দিয়ে দেব।’ ব্যস, ছাত্রছাত্রীরা প্রচণ্ড খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম জানায়।

এদিকে বৃহস্পতিবার রেড রোডে পৌঁছন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। তখন মঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা–সহ আরও কয়েকজন। তাঁদের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন সৌরভ। অভিনেতার যোগদানের পর উত্তমকুমারের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা তুলে ধরেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বিরোধীদের আবার ধাক্কা খেতে হল বলে মনে করা হচ্ছে।

আর কী বললেন নেত্রী?‌ সৌরভ টলিউডের একজন অভিনেতাও। আর আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁর পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার। উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলি মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলি বজায় রাখি। এগুলিই আমাদের সম্পদ।’‌ আর তরুণ কুমারের নাতি সৌরভ বলেন, ‘‌ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।’‌