Temple Collapse: রামনবমীর পুজো চলাকালীন মন্দিরের একাংশ ভেঙে ১৩ জন মৃত, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

রামনবমীর দিন ভয়াবহ দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের ইন্দোরের পটেল নগরের এক মন্দিরে। সেখানে বেলেশ্বর ঝুলেলাল মহাদেবের মন্দিরের একাংশ ভেঙে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা দেখা যায়। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একথা জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশসূত্রের খবর, রামনবমীর পুজোর হোম হওয়ার সময়ই ওই দুর্ঘটনা ঘটে। তখনই মন্দিরের একাংশে ভিড় বাড়তে থাকে। জানা গিয়েছে, ওই ছাদের ওপর বসে থাকা মানুষের সংখ্যা বেশি থাকায় , চাপে পড়ে ভেঙে যায় ওই অংশ। বাকিদের উদ্ধারের চেষ্টা করে প্রশাসন। দড়ি দিয়ে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। গোটা ঘটনায় তথ্য পৌঁছয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে। তিনি সমস্ত তথ্য সম্পর্ক অবহিত হয়ে স্থানীয় প্রশাসনকে সত্ত্বর উদ্ধার কাজের গতি বাড়ানোর জন্য আবেদন করেন। ইন্দোরের কমিশনারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন বলেও জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘ ওই কুয়োয় অন্তত ৩০ জন পড়ে গিয়েছিলেন। যাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যে সাম্প্রতিক তথ্য পেয়েছি, তাতে ১১ টি দেহ উদ্ধার করা হয়েছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে ১০ জন মহিলা, ১ জন পুরুষ। ১৯ জন উদ্ধারকারীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

(‘ধন্যবাদ রাহুল গান্ধী…’, জার্মানির বার্তার পর পাল্টা পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর )

( ‘সনাতনের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই’, ধর্মীয় সভা থেকে বার্তা ভাগবতের)

(‘ধন্যবাদ জার্মানির বিদেশমন্ত্রক’,রাহুলকে নিয়ে বার্লিন মুখ খুলতেই টুইট দিগ্বিজয়ের )

ইন্দোরের কালেক্টর ইলিয়ারাজা টি জানিয়েছেন, ১১ টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এরপরও চলেছে উদ্ধারকাজ। বিষয়টি নিয়ে শোকজ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জানা গিয়েছে, হোমের জন্য অনেকে একটি কুণ্ডের কাছে জড়ো হয়েছিলেন। সেই সময়ই এই বিপত্তি ঘটে যায়। ওই কুণ্ডের আশপাশে মানুষের ভিড়ের জেরে চাপের ফলে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে এদিন শোক প্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup