ডিজিটাল নিরাপত্তা আইন ঢেলে সাজানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন ঢেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টার্ক। এই আইনটি নিয়ে কারিগরি বিষয়ে বিস্তারিত মতামত তার দফতর ইতোমধ্যে সরকারকে জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এই আইনের ব্যবহার অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবহার করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার, হয়রানি এবং ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং অনলাইন মাধ্যমে কণ্ঠস্বরকে স্তব্ধ করা হচ্ছে, তাতে আমি উদ্বিগ্ন।’

২০১৮ এর ১ অক্টোবর আইনটি বলবৎ হওয়ার পরে ২ হাজারের বেশি মামলা করা হয়েছে উল্লেখ করে সম্প্রতি প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রসঙ্গও টানেন টার্ক। তিনি বলেন, ‘আমার অফিস সবসময় ডিজিটাল সিকিউরিটি আইনের ভুল-সংজ্ঞায়িত ধারাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আইনটির অপব্যবহার থেকে রোধে ব্যবস্থা থাকবে। কিন্তু যখন গ্রেফতার করা হচ্ছে, দেখা যাচ্ছে সেটি যথেষ্ট নয়। গোটা আইনটিকে ঢেলে সাজানো প্রয়োজন।’

আইনটির অধীনে সকল মামলা স্বাধীন বিচারিক প্যানেলের মাধ্যমে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার এই আইনজীবী।