বয়স্ক, অসুস্থ ও অপারগ ব্যক্তির রোজার বিধান

রমজান মাসে জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক সুস্থ ও সক্ষম সব মুমিন নারী-পুরুষের উপর রোজা পালন করা ফরজ। রমজানে রোজা ফরজ হওয়ার শর্তগুলো হলো—স্বাভাবিক জ্ঞানসম্পন্ন হওয়া, সাবালক হওয়া, সুস্থ ও সক্ষম হওয়া, নারীদের পবিত্র অবস্থায় থাকা, সফর বা ভ্রমণে না থাকা।
পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা এরশাদ করেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে।” (সুরা বাকারা : ১৮৫)। কিন্তু যারা… বিস্তারিত