মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতির জেরেই হিংসা ছড়িয়েছে হাওড়ায়: শুভেন্দু

হাওড়া হিংসার জন্য মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতিকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগে সরব হন তিনি। বলেন, বগটুই কাণ্ড ও তার পর সাগরদিঘির হাতে তোষণের মাত্রা বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই এই হিংসা।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এই গোটা ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতি দায়ী। এর কারণ গত পরশু দিন ওনার তথাকথিত ধরনা মঞ্চ থেকে রাম নবমী পালনকে ব্যাপকভাবে আক্রমণ করেছিলেন। ১০০০টা শোভাযাত্রার মধ্যে ৯৯৮টা শোভাযাত্রা শান্তিুপূর্ণভাবে হল। তাহল ২ জায়গায় হিংসা হল কেন? এটা তৃণমূলের চক্রান্ত’।

তিনি বলেন, ‘রামপুরহাটের বগটুইতে মুসলিম রমণী শিশুদের পুড়িয়ে মারা, তার পর সাগরদিঘিতে হার মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত ছিলেন যে আমার হাত থেকে সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে। তাই NRC-র ভয় দেখিয়ে যে ভোট তিনি নিয়েছিলেন সেই ভোট ফিরিয়ে আনার জন্য পুলিশকে নিষ্ক্রিয় করে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি, কাউন্সিলরের স্বামী শামিম আহমেদের নেতৃত্বে হাওড়ার পিএম বস্তিতে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। তাঁর তোষণের রাজনীতির পশ্চিমবঙ্গে চরম জায়গায় গিয়ে পৌঁছেছে’।