হিংসায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে, বিবৃতি জারি করলেন রাজ্যপাল

হাওড়া হিংসা নিয়ে কড়া বিবৃতি জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সন্ধ্যায় কলকাতা রাজভবন থেকে প্রকাশিত ওই প্রেস বার্তায় হাওড়ায় হিংসা রুখতে যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘মানুষকে বোকা বানাবে বলে যারা হিংসায় অংশগ্রহণ করে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা হিংসার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের সমস্ত ব্যবস্থা করা হবে। পবিত্র রাম নবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানোর ঘটনা তা মেনে নেওয়া যায় না। হনুমান লঙ্কায় আগুন লাগিয়েছেন ধর্মরক্ষার্থে, কিন্তু পবিত্র দিনে যারা জনগণের সম্পত্তিতে আগুন লাগিয়েছেন তাঁরা অধর্ম করেছেন। গণ্ডগোলে অংশগ্রহণকারী ও মদতদাতারা রং বদলেও পার পাবেন না। পুরো বিষয়টির ওপর রাজভবন কড়া নজর রাখছেন। পরিস্থিতির ওপর নজর রাখতে রাজ ভবনের তরফে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এব্যাপারে রাজ্যপালের গোপন আলোচনা হয়েছে। হিংসা রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল’।

শুক্রবার বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।