IPL 2023: Best Playing XI Of Mumbai Indians For The Upcoming Season


মুম্বই: আইপিএল শুরু হয়ে যাচ্ছে আজ। আগামী রবিবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই শিবির। কেমন হতে পারেন প্রথম ম্যাচে তাঁদের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক –

আরসিবির বিরুদ্ধে কেমন হতে পারে মুম্বইয়ের সম্ভাব্য একাদশ? 

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ওপেনিংয়ে খেলতে নামবেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে ওপেনে নামবেন ঈশান কিষাণ। তিন নম্বর পজিশনে সূর্যকুমার যাদব। চার নম্বর পজিশনে তিলক ভার্মা নামবেন। পাঁচে খেলতে নামবেন টিম ডেভিড ও ছয় নম্বরে খেলতে নামবেন ক্য়ামেরন গ্রিন। ৭ নম্বর পজিশনে অর্জুন তেন্ডুলকরকেও খেলাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্য়াঞ্চাইজি। এখনও পর্যন্ত আইপিএলে অভিষেক হয়নি মুম্বই। বোলারদের মধ্যে পীযূশ চাওলা, জোফ্রা আর্চার ও হৃত্বিক শকিন থাকছেন।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা উদ্ধোধনী ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। ম্যাচের আগের দিনেও আমদাবাদে প্রবল বৃষ্টি হচ্ছে। স্টেডিয়ামের সমস্ত উইকেট ঢাকা রয়েছে কভার দিয়ে। বৃহস্পতিবারের বৃষ্টি আয়োজকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। এ দিন সকালের দিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির তেমন কোন আশঙ্কাই ছিল না। তবে দুপুরের পরেই দেওয়া হয়েছে নয়া আবহাওয়ার আপডেট। আর

াতেই বেড়েছে আশঙ্কা। 

বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে রীতিমতো মুষলধারে বৃষ্টি হয়েছে আমদাবাদে। ফলে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। বৃষ্টির কারণে গোটা ম্যাচ পণ্ড হতে পারে। তবে আয়োজকরা প্রস্তুত থাকছেন। যাতে বৃষ্টি বিঘ্ন ঘটালে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচ করা যায়। 

গত মরসুমে লিগ পর্বে দুবারের সাক্ষাতে দুবারই সিএসকে-কে হারিয়েছিল গুজরাত টাইটান্স। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবেন।

অভিযান শুরুর আগে গুজরাত টাইটান্স শিবিরে কোনও চোট আঘাত নেই। ক্রিকেটারেরা সকলেই ফিট। তবে ডেভিড মিলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না গুজরাত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ খেলবেন বলে তিনি ৩ এপ্রিলের আগে হার্দিকদের শিবিরে যোগ দিতে পারবেন না। আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল পাকিস্তান সুপার লিগে খেলতে না পারলেও গুজরাত শিবিরে যোগ দিয়েছেন।

অন্যদিকে সিএসকে পেসার মুকেশ চৌধুরী চোটের জন্য নেই। বেন স্টোকস খেলবেন। তবে হাঁটুর চোটের জন্য বল করবেন না। শুধু ব্যাটার হিসাবে তাঁকে খেলাবে সিএসকে।