IPL 2023: Mumbai Indians Sign Sandeep Warrier As Replacement For Jasprit Bumrah For IPL 2023


মুম্বই: আশঙ্কাই সত্যি হল। আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্টবোলারের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

শুক্রবার ঘোষণা করে দেওয়া হল যে, বুমরার পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। 

২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেবেন

িনি।

চোট-কাঁটা

আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোহালিতে কেকেআর পঞ্জাব কিংসের (PBKS vs KKR) মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন তারকাকে পাবে না। পঞ্জাব কিংসের হয়ে কাগিসো রাবাডাকে দেখা যাবে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত থাকায়, প্রোটিয়া তারকারা কিছুদিন পরেই ভারতে আসবেন। অপরদিকে, দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দুই বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাস এখনও কেকেআর ক্যাম্পে যোগ দেননি।

হাঁটুর চোটের কারণে এই ম্যাচে নেই লিয়াম লিভিংস্টোন। ফিট নন কেকেআরের কিউয়ি তারকা বোলার লকি ফার্গুসনও। তাই বেশ কয়েকজন তারকাকে ছাড়াই দুই দল মাঠে নামবে। প্রসঙ্গত, নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে অন্তত টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না, জনি বেয়ারস্টো তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এই তারকাদের অনুপস্থিতিতে কেমন হতে পারে দুই দলের একাদশ? দেখে নেওয়া যাক।

আগামীকালের ম্যাচে মোহালিতে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানকার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের পর দিয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে সারাদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ৫০ শতাংশ দিনের বেলা। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। যা ৯১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৬৮। দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫২। প্রথম ইনিংসে ব্য়াট করা দল ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা দল ৪ বার জয় পেয়েছে।

আরও পড়ুন: কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা, মোহালিতে কেমন রেকর্ড নাইটদের?