IPL 2023 Three First Fifty Done By Indian Players Raina, Dhoni, Ruturaj From 2021 To 2023 All Three From CSK


আমদাবাদ : ৫০ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস। দুরন্ত ১৮৪ স্ট্রাইক রেটের মাঝে ৪টি চার ও ৯ ছক্কা। আইপিএলের (IPL) প্রথম দিনই প্রচারের আলোয় রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (GT vs CSK) বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। ঝকঝকে ইনিংস খেলার ফাঁকে ষোড়শ আইপিএলের মঞ্চে প্রথম অর্ধশতরানও হাঁকিয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এই ব্যাটার। ইনিংসের শুরু থেকেই গায়কোয়াড় ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন তিনি। দুরন্ত ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। যার পরও চলতে থাকে তাঁর ব্যাট। যার সুবাদেই বড় রান খাড়া করে সিএসকে। গত আইপিএলটা মোটেই ভাল যায়নি ওপেনিং এই ব্যাটারের। এবারের প্রতিযোগিতায় অবশ্য শুরুটা দুরন্ত করলেন তিনি।

শুভমন গিলের (৬৩) পাল্টা দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচ সিএসকে হারতে হলেও নজর কেড়েছে রুতুরাজের ব্যাটিং। সিএসকে-র ব্যাটিং বিভাগ মোটামুটি স্বস্তি দিলেও মহেন্দ্র সিংহ ধোনির চিন্তা অবশ্য বাড়াবে তাদের বোলিং। বিশেষ করে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে এবারের আইপিএলের শুরুর ম্যাচে ৫ উইকেটে হারের পর।

অর্ধশতরানের পৌঁছনোর পথেই ৫টি ছক্কা হাঁকিয়ে ফেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। যার সুবাদে ২৩ বলে অর্ধশতরানের পাশাপাশি আইপিএলের মঞ্চে সিএসকের ব্যাটারদের মধ্যে ষষ্ঠ দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। চারবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সিএসকে শিবিরের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির নজির রয়েছে সুরেশ রায়নার। ২০১৪-র আইপিএলে তৎকালীন পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৬ বলেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। সিএসকের ব্যাটারদের মধ্যে আইপিএলে যা দ্রুততম। এছাড়া মহেন্দ্র সিংহ ধোনি (২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে) ও আম্বাতি রায়াডু (২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে) ২০ বলে হাঁকিয়েছিলেন অর্ধশতরান। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে ধোনির। সিএসকে-র ভারতীয় ব্যাটারদের মধ্যে যার পরই তালিকায় নাম তুলে ফেলেছেন রুতুরাজ।

রুতুরাজের ব্যাটিং দাপটের জেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে শুভমনের দুরন্ত ইনিংস ও শেষে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খানের ঝোড়ো ইনিংসে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জ

তে নেয় গুজরাত টাইটান্স।

আরও পড়ুন- ছয় বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট উইলিয়ামসনের, কতটা গুরুতর চোট ?