ISRO images of India: ভারতকে এই রূপে আগে কখনও দেখেছেন? নয়া ছবিতে তাগ লাগিয়ে দিল ইসরো

ওশিয়ান কালার মনিটর (ওসিএম) ব্যবহার করে আর্থ অবজারভেশন স্যাটেলাইট (ইওএস-০৬) বা ওশিয়ানস্যাট-৩ পৃথিবীর আশ্চর্য সুন্দর কিছু ছবি তুলেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তথ্য (ইসরো) অনুসারে, ছবিগুলি মহাকাশযানের থেকে ফিরে আসা তথ্যের ভিত্তিতে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি) দিয়ে তৈরি করা একটি মোজাইক।

প্রতিটি মোজাইকে ৩০০ গিগাবাইট তথ্য বা ডেটা প্রক্রিয়াকরণ করা হয়েছে। মোট ২,৯৩৯টি ছবিকে একসঙ্গে করার পর পাওয়া গিয়েছে এমন অভিনব দৃশ্য‌। প্রতিটি মহাদেশকেই দেখানো হয়েছে এই ছবিতে। উচ্চমানের এই ছবিগুলিতে পৃথিবীকে পুরোপুরি অন্য চেহারায় দেখানো হয়েছে। চলতি বছরের এক থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এমনটাই দেখা গিয়েছিল আমাদের গ্ৰহকে। তবে এই সব ছবির মধ্যে রীতিমতো জ্বলজ্বল করছে ভারত। মহাকাশ থেকে ভারতীয় উপমহাদেশে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: এই অংশুলা কাপুরকে চিনতে পারছেন? কোন রহস্যে কমালেন ওজন? রইল খাবারের তালিকা

আরও পড়ুন: নানা রঙের মাস্কও বাঁচাতে পারল না! করোনা আক্রান্ত রাজ কুন্দ্রা, থাবা বিনোদন জগতে

এই দিন ইসরোর তরফে এই ছবিগুলি শেয়ার করে লেখা হয়, ‘গ্লোবাল ফলস কালার কমপোজিট মোজাইক ইসরোর এনআরএসসির দ্বারা তৈরি‌। ওশিয়াল কালার মনিটর ব্যবহার করে ইওএস-০৬ মোজাইকে মোট ২,৯৩৯ ছবি প্রসেসিং করা হয়। তারপরেই মিলেছে  পৃথিবীর এমন দারুণ দৃশ্য। এর জন্য মোট ৩০০ জিবি ডেটার প্রক্রিয়াকরণ করা হয়।’

আরও পড়ুন: ঘণ্টায় ২০ লাখ মাইল বেগে ছুটে আসছে সৌর ঝড়, বড় বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস করছে পোষ্য? মোট ৫টি খাবার খেলেই ভালো থাকবে আদুরে

তরঙ্গদৈর্ঘ্যের তারতম্যের কারণে বিভিন্ন মহাদেশ আলাদা আলাদা রঙে ধরা দেয়। ওশিয়ান কালার মনিটরের সাহায্যে তোলা ছবিগুলি স্থলভূমি এবং মহাসাগরে বিশ্বব্যাপী কত গাছপালা রয়েছে তার একটা ধারণা দেয়। অন্য একটি টুইটে ইসরো লিখেছে, ‘ওসিএম ১৩টি আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য দিয়ে পৃথিবীকে ছবিতে ধরে। মহাসাগর ও স্থলভূমিতে কত গাছপালা রয়েছে তার সঠিক হিসেব পেতেই এমন ব্যবস্থা করা।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup