Kunal Ghosh: ভাঙা পায়ে হুইলচেয়ারে ধরনা মঞ্চে কুণাল, মঞ্চ থেকে নেমে এলেন মমতা

প্রথম দিন আসতে পারেননি। হুইল চেয়ারে করে দ্বিতীয় দিন এলেন দলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। খেলতে গিয়ে পা ভেঙেছে তাঁর। তবু নেত্রী যেখানে সকাল থেকে রাত কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে ধরনা দিচ্ছেন, সেখানে তিনি না এসে পারেন? তাই ভাঙা পা নিয়ে ধরনাস্থলে হাজির কুণাল।

হুইল চেয়ারে করে এলেও তিনি মঞ্চে ওঠেননি। তাঁকে দেখে মঞ্চ থেকে নেমে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথাও বলেন কয়েক মিনিট। তার পর একটি গাছের ছায়ায় নিয়ে যাওয়া হয় তাঁকে।

কুণাল ঘোষের জন্য একটি ছাতার ব্যবস্থা করতে বলেন দলনেত্রী। নেত্রীকে রাজ্য সম্পাদক জানান তিনি গাছের ছায়াতে আছেন, কোনও অসুবিধা নেই। তবে তাঁকে দেখে মঞ্চ থেকে নেত্রীর নেমে আসাতে অভিভূত কুণাল। তিনি বলেন, ‘আমি পৌঁছেছি জেনেই মমতাদি নিজে চলে আসেন। আমার পায়ের খোঁজ নেন। আমাকে মঞ্চে ধরে ধরে তুলবেন বলছিলেন। আমি যেতে রাজি হইনি। পাশের একটা গাছের ছায়ায় গিয়ে বসেছিলাম।’

সেখানে ঘণ্টাখানেক বসে চলে আসেন কুণাল। কিন্তু প্রথমদিন কেন এলেন না তিনি? উত্তরে কুণাল বলেন, ‘দলের বড় দুটি কর্মসূচি। কিন্তু চিকিৎসক আমাকে ঘরে বসে থাকতে নির্দেশ দিয়েছেন। কাল ভিড় ছিল বলে আসতে পারেনি। তবে বারবার মনে হচ্ছিল দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসে রয়েছেন, তখন একবার অন্তত যেতে হবে। তাই সকালে ফাঁকায় ফাঁকায় এসেছি।’

চিকিৎকরা বিশ্রামে থাকতে বললেও ভাঙা পা নিয়ে রাজনীতিতে সক্রিয় কুণাল। নিয়মিত সাংবাদিক বৈঠক করেন। কুণালের কথায়, ‘দিদিও তো অনুপ্রেরণা। শুধু আমার নয়, সবার।’