আবেদনই সার, মেলে না ভাতা, দুয়ারে সরকার ক্যাম্প করতে বাধা গ্রামবাসীদের

আবেদন করেও রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না গ্রামবাসীরা, এই অভিযোগে সরকারি অফিসারদের স্কুলে আটকে রেখে দুয়ারে সরকার এর শিবির করতে বাধা দিলেন স্থানীয়রা। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের শিড়রাই গ্রাম পঞ্চায়েত অস্বস্তিতে তৃণমূল। পরে বিডিওর প্রতিশ্রুতিতে ক্যাম্প শুরু হয়।

শনিবার সকালে দুয়ারে সরকার ক্যাম্পর করতে শিড়রাই গ্রামে আসেন গলসি ১ নং ব্লকের বিভিন্ন দফতরের সরকারি কর্মীরা। গ্রামের হাইস্কুলে ঢুকতেই গ্রামবাসীরা তাদের শিবির করতে নিষেধ করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে দুয়ারে সরকার শিবিরে আগত বেশ কিছু সাধারণ মানুষজন, স্কুলের ভিতরে আটকে রাখা হয় সরকারী কর্মীদের। বেলা গড়ালেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরে দুয়ারে সরকার শিবির শুরু করতে পরেনি গলসি ১ নং ব্লক প্রশাসন। চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে গলসি থানার পুলিশ শিবিরে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পৌঁছন বিডিও দেবলীনা দাস। তাঁর আশ্বাসে অবশেষে ক্যাম্প শুরু হয়।

গ্রামবাসীদের অভিযোগ, বার্ধক্যভাতার জন্য ৬ – ৭ বার নথিপত্র জমা দেওয়ার পরেও ভাতা পাইনি। অন্যান্য প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত অনেকে। আবেদন করলেও কাজের কাজ হয় না। তাই ক্যাম্প করার দরকার নেই।