রামনবমীতে হিংসা, হাওড়ায় যাবেন রাজ্যপাল, দাবি শুভেন্দুর, ফোন করেছিলেন শাহ

হাওড়ার হিংসার দায় কার, এনিয়ে চাপানউতোর তুঙ্গে। তবে এসবের মধ্য়ে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামনবমীর হিংসা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বলে খবর। সেই সঙ্গেই সূ্ত্রের খবর, তিনি রাজ্যপাল আনন্দ বোসকেও ফোন করেছিলেন। এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপাল এবার হাওড়ায় যাবেন।

তিনি বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আমি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধন্যবাদ জানাই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন হাওড়ায় যাবেন। আমরা চাই, রাজ্যপাল এই এলাকায় গিয়ে পরিস্থিতি দেখে আসুন।আহতদে সঙ্গে কথা বলে আসুন।

রাজ্যপাল হাওড়ায় যেতে পারে এই খবর রটে যেতেই পুলিশ প্রশাসনও সতর্ক হয়ে গিয়েছে। তবে রাজনৈতিক মহলে অবশ্য অনেকের মনে পড়ে যাচ্ছে সেই জগদীর ধনখড়ের প্রসঙ্গ। অনেকের মতে প্রাক্তন রাজ্যপাল ধনখড় একটা সময় ভোট পরবর্তী হিংসার ঘটনার চাক্ষুস দেখতে সরাসরি ঘটনাস্থলে চলে গিয়েছিলেন। এনিয়ে শাসক দল নানা কটাক্ষ করলেও তাতে বিশেষ আমল দিতেন না তিনি। উলটে শাসকের বিরুদ্ধে কড়া মন্তব্য করতেন।

তবে বর্তমানে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি যেতে পারেন হাওড়ার কাজিপাড়ায় ।এমনটাই দাবি শুভেন্দুর। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই ঘটনার পরে ঠিক কী প্রতিক্রিয়া দেবেন তিনি? আর কী রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে রাজ্যপাল আনন্দ বোসের? এই প্রশ্নই ঘুরছে বিভিন্ন মহলে।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল হিংসা ছড়িয়েছিল কাজিপাড়ায়। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। শুক্রবারও এলাকায় পুলিশ মোতায়েন ছিল এলাকায়। এলাকায় শান্তি ফেরাতে নানা উদ্যোগ নেয়। তার মধ্যেই এনআইএ তদন্তের দাবিতে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এনআইএ তদন্তের দাবিতে আদালতেও গিয়েছেন। এমনকী যাদের গ্রেফতার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেছেন তিনি।

তার পালটা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি ভিডিয়ো ক্লিপিংসের মাধ্যমে দেখিয়েছেন পিস্তল হাতে এক যুবক রয়েছে রামনবমীর মিছিলে। এই ছবি দেখিয়ে তার দাবি পিস্তল হাতে রামনবমীর মিছিলে। রামকে স্মরণ করার একোন প্রথা?

গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর একেবারে তুঙ্গে উঠেছে। এসবের মধ্যেই রাজ্যপাল যেতে পারেন এলাকায়। তিনি কী প্রতিক্রিয়া দেন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।