হাওড়ায় নির্দিষ্ট পথ ধরেই এগিয়েছে মিছিল, মমতাকে মিথ্যাবাদী বললেন শুভেন্দু

হাওড়ায় রাম নবমীর মিছিল পুলিশ অনুমোদিত পথে এগোয়নি। মুখ্যমন্ত্রীর এই দাবি নথি প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদকে দেওয়া পুলিশের অনুমতিপত্রের প্রতিলিপি প্রকাশ করে এই দাবি করেন তিনি। সঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর উচিত, অবিলম্বে রামভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করা।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘গতকাল থেকে তিনি হিন্দুদের গালাগালি করছেন। তিনি বলছেন অনুমতির কথা। পুলিশের অনুমতি নিয়েই ওই পথে শোভাযাত্রা এগিয়েছিল। আপনারা জানেন হাওড়া ময়দানে পৌঁছতে গেলে ওছাড়া কোনও বিকল্প রাস্তা নেই। এই বলে পুলিশি অনুমতিপত্রের প্রতিলিপি দেখান শুভেন্দুবাবু। প্রশ্ন তোলেন, কতবড় মিথ্যাবাদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী। লাগাতার বলছেন রুট বদল করে দাঙ্গা করা হয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে। মিথ্যা বলার জন্য আপনি রামভক্তদের কাছে ক্ষমা চান। পশ্চিমবাংলার জনগণের কাছে ক্ষমা চান। আমরা পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি’।

হাওড়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, যে রাস্তা দিয়ে মিছিল যাওয়ার অনুমতি ছিল সেই রাস্তা ধরে মিছিল এগোয়নি। অন্য রাস্তায় ঢুকে পড়ে মিছিল। যার জেরে সংঘর্ষ বাঁধে। পুলিশের উপস্থিতিতে কী ভাবে মিছিল নির্দিষ্ট পথ ছেড়ে বেরলো তার তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।