হাওড়ার বদলে শিলিগুড়িতে পৌঁছতেই রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ শুভেন্দুর

রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসা কবলিত হাওড়া যাবেন রাজ্যপাল। শুক্রবার বিকেলে একথা জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই পরিকল্পনা বানচাল করে এদিন রাজ্যপাল পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। আর তার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা। বললেন, আমরা রাজ্যপালের মধ্যে গোপালকৃষ্ণ গান্ধী, জগদীপ ধনখড়কে দেখতে চাই।

শুক্রবার বিকেলে বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, শনিবার হাওড়ায় যাবেন রাজ্যপাল। কিন্তু শনিবার রাজ্যপাল পৌঁছে যান উত্তরবঙ্গে। এর পরই বিকেলে রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ খোলেন শুভেন্দুবাবু।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে গত ১৪ বছরে আমরা ২ জন রাজ্যপালকে দেখেছি যারা সংবিধানকে রক্ষা করার জন্য তৎপর হয়েছেন, সংবিধান বিরোধী কাজের সোচ্চার প্রতিবাদ করেছিলেন। আমরা গোপালকৃষ্ণ গান্ধীকে দেখেছিলাম। তিনি অন্য আদর্শের লোক হতে পারেন। আর দেখেছি জগদীপ ধনখড়কে। ভোট পরবর্তী হিংসায় তিনি কী ভাবে বিএসফের হেলিকপ্টার নিয়ে আক্রান্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। বর্তমান রাজ্যপাল মহোদয় কী করবেন, তাঁর ব্যাপার। আমি তাঁকে জ্ঞান দিতে পারি না। কিন্তু গোপালকৃষ্ণ গান্ধী, জগদীপ ধনখড়ের মতো ভূমিকা তো তিনি এখনও নেননি। পশ্চিমবঙ্গকে নাড়া দিয়ে গিয়েছেন গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়। সেই ভূমিকায় আমরা রাজ্যপালকে দেখতে চাই’।

বলে রাখি, হাওড়া হিংসার ওপর নজর রাখতে বিশেষ দল গঠন করেছে রাজভবন। শনিবার এই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।