Indian Family Dead in Canada-US Border: আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ভারতীয় পরিবারের, ঘনাচ্ছে রহস্য

জলপথে আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে মৃত্যু ভারতীয় পরিবারের। জানা গিয়েছে, দুর্ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। নৌকা করে আমেরিকায় প্রবেশ করছিল এক ভারতীয় ও এক রোমানিয়ান পরিবার। মৃতদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং দু’জন শিশু। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত জলাভূমি থেকে ৬টি মৃতদেহ উদ্ধার করেছিল কানাডার পুলিশ। পরে তল্লাশি চালিয়ে শুক্রবার আরও দুই মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে নৌকা যে চালাচ্ছিল, সেই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। জানা গিয়েছে নিখোঁজ নৌকা চালকের নাম কেসি ওয়াক্স। (আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ডিএ আন্দোলনকারীরা, পড়লেন মমতার বেতনের পিছনে!)

জানা গিয়েছে, বুধবার ওয়াক্স এই নৌকা নিয়ে বেরিয়েছিলেন। সেই রাতে আবহাওয়া ভালো ছিল না। এই আবহে ওয়াক্স নিজে বেঁচে আছে কি সেও প্রাণ হারিয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রসঙ্গত, ওয়াক্সের খোঁজে বেরিয়েই এই ৮টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে ওয়াক্সের খোঁজ না পাওয়ায় তাঁর পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়। এরপর বৃহস্পতিবার তল্লাশি শুরু করে পুলিশ। এরপর মার্কিন-কানাডা সীমান্ত লাগোয়া জলাশয়ে তাঁর নৌকা খুঁজে পায় পুলিশ। সেই নৌকার পাশেই ৬টি মৃতদেহ খুঁজে পায় পুলিশ। এরপর শুক্রবার তল্লাশি চালিয়ে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে পুলিশের অনুমান, কোনও কারণে নৌকাডুবি হওয়ায় তার আগেই মৃত্যু হয় তাঁদের। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই আবহে এই দুই পরিবারের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে।

আরও পড়ুন: আম জনতার মাথায় হাত! ORS, প্যারাসিটামল সহ বহু প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ল আজ থেকে

জানা গিয়েছে, ওয়াক্সকে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শেষবারের জন্য জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে সেন্ট লরেন্স নদীতে নিজের ছোট্ট নৌকা নিয়ে বেরিয়েছিলেন ওয়াক্স। এদিকে তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই মৃত পরিবার অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছিল। এর মধ্যে এক শিশুর কাছ থেকে কানাডার পাসপোর্ট পাওয়া গিয়েছে। তবে তার পরিবারের বাকি সদস্যরা রোমানিয়ার নাগরিক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই দুই পরিবার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সবার মনে। এর জবাব খুঁজছি আমরা। ঘটনায় যাঁরা স্বজনদের হারালেন তাঁদের জন্য আমরা দুঃখিত।’