Indigo’s Air Hostess Molested mid air: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানসেবিকার শ্লীলতাহানি, অভব্য আচরণ মত্ত সুইডিশ যাত্রীর

সাম্প্রতিককালে বিমানে অভব্য আচরণের ঘটনা বারবার শিরোনামে উঠেছে। এবার ফের একবার এমনই এক ঘটনা প্রকাশ্যে এল। মাঝআকাশে ২৪ বয়সি এক বিমানসেবিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল বৃদ্ধ সুইডিশ যাত্রীর বিরুদ্ধে। সেই যাত্রীর বিরুদ্ধে সহযাত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে। উড়ানটি ব্যাংকক থেকে মুম্বই উড়ে আসছিল। ৬ই-১০৫২ উড়ানে মাঝ আকাশে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। ৬২ বছর বয়সি ক্লাস এরিক হারল্যান্ড জোনাস ওয়েস্টবার্গ নামক এক যাত্রী বিমানসেবিকার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এছাড়াও সহযাত্রীকে হেনস্থা করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। (আরও পড়ুন: আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার, আবেদন জানানো যাবে ৪টি নয়া প্রকল্পে)

ঘণ্টার যাত্রাপথে হারল্যান্ড একাধিক যাত্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ। এদিকে হারল্যান্ড মত্ত অবস্থায় বিমানে ওঠেন বলে জানা গিয়েছে। নেশার প্রভাবেই সহযাত্রীদের হেনস্থা করেন তিনি। এই আবহে মুম্বইয়ে ইন্ডিগোর বিমানটি অবচরণ করতেই হারল্যান্ডকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিমানকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে শুক্রবার আদালতে তোলা হয়। ২০ হাজার টাকার বন্ডের বিনিময়ে অভিযুক্ত সুইডিশ নাগরিক জামিন পেয়ে যান। এই মামলার পরবর্তী শুনানির সময় প্রতিবার তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: দাম কমল রান্নার গ্যাসের, দেখে নিন আজ থেকে LPG সিলিন্ডারের নয়া রেট

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় খাবার পরিবেশন নিয়ে। চারঘণ্টার উড়ানে খাবার কিনে খেতে হয় হারল্যান্ডকে। এই আবহে যাত্রীর কাছে পিওএস মেশিন নিয়ে যান বিমানসেবিকা। খাবারের দাম মেটানোর জন্য কার্ড সোয়াইপ করার আছিলায় বিমানসেবিকার হাত ধরে সেই যাত্রী। বিমানসেবিকা এর প্রতিবাদ করলে সিট থেকে দাঁড়িয়ে উঠে তাঁকে হেনস্থা করেন সুইডিশ যাত্রী। এরপর অন্যান্য যাত্রীরাও এর প্রতিবাদ করেন। তখন অন্যান্য যাত্রীদের হেনস্থা করেন হারল্যান্ড। বিমানকর্মীদের অভব্য ভাষায় গালিগালাজও করেন তিনি।

আরও পড়ুন: আম জনতার মাথায় হাত! ORS, প্যারাসিটামল সহ বহু প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ল আজ থেকে

এদিকে ক্রমেই বিমানে এই ধরনের অভব্য আচরণের ঘটনা বাড়ছে। তথ্য বলছে, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ২টি, ২০১৯ সালে ৩টি, ২০২২ সালে ৬টি এবং ২০২৩ সালের প্রথম তিন মাসের মধ্যে এই ধরনের ৮টি ঘটনা ঘটেছে। গত নভেম্বরেই এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী তাঁর সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকেই পরপর একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। বিমান সেবিকার সঙ্গে অভ্যবতার আচরণেরও একাধিক ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে। ফের এই ধরনের ঘটনা ঘটল ইন্ডিগোর বিমানে।