Rahul Gandhi: আরও বিপাকে রাহুল গান্ধী! মোদী পদবী মন্তব্য ইস্যুতে এবার সমন পাটনা কোর্টের

ইতিমধ্যেই তাঁর সাংসদপদ খারিজ হয়েছে। ২০১৯ সালে মোদী পদবী নিয়ে এক মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাট কোর্ট। এরপর ওই ২০১৯ সালের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা সুশীল মোদী যে মামলা দায়ের করেছিলেন, সেই মামলার প্রেক্ষিতে পাটনা কোর্ট সমন পাঠিয়েছে রাহুল গান্ধীকে।

উল্লেখ্য, কর্ণাটকের কোলারে রাজনৈতিক প্রচার মঞ্চ থেকে নীরব মোদী, ললিত মোদীদের প্রসঙ্গ তুলে মোদী পদবী নিয়ে মন্তব্য করেন রাহুল গান্ধী। ২০১৯ সালে সেই মন্তব্য ইস্যুতে তৎকালীন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী পাটনার এক কোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে এবার রাহুল গান্ধীকে সমন পাঠিয়ে তলব করেছে কোর্ট। উল্লেখ্য, রাহুল গান্ধীকে সদ্য সুরাট কোর্ট এই মন্তব্যের প্রেক্ষিতে ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছে। তার জেরেই রাহুল ২ বছরের কারাবাসের সাজা পেয়েছেন। সেই কারাবাসের সাজার মধ্যে রাহুল ১ মাসের জন্য জামিনে মুক্ত রয়েছেন। এবার নতুন করে সেই মামলায় রাহুল গান্ধীর ওপর এসে পড়ল পাটনা কোর্টের মামলা।

(সারাদিনে ল্যাপটপ, টিভি, মোবাইল ঘাঁটার পর চোখের যত্ন ভুলছেন না তো! রইল কিছু টিপস )

(‘স্বামী পেশাগতভাবে ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণ তাঁর দায়’, বার্তা কোর্টের )

(৩৫ বছরের পুরনো মামলায় মেয়াদের আগেই জেলমুক্তি সিধুর! তোপ দাগলেন কার দিকে? )

( ‘ভারতের সঙ্গে আরও সংযুক্ত হতে ন্যাটোর দরজা খোলা’, মার্কিনি বার্তায় কোন ইঙ্গিত?)

‘কীভাবে সমস্ত চোরদের পদবী মোদী হয়?’ রাহুলের এই মন্তব্যের জেরেই বিজেপি দাবি করে, রাহুল ওবিসি সম্প্রদায়কেও অপমান করেছেন। এই অভিযোগে সদ্য মুখ খোলেন বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি ক্ষোভে উগড়ে দেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। এদিকে, সুরাট কোর্টে পূর্ণেশ মোদী এই মামলা দায়ের করেছিলেন, অন্যদিকে, সুশীল মোদী এই মামলা দায়ের করেন পাটনায়। সুরাটের কোর্টের রায় আসার পর এবার পাটনা কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে, রাহুল নিজে স্পষ্ট করেছেন যে তিনি যা বলেছেন, তার জন্য তিনি ক্ষমা চাইবেন না। এদিকে, ইতিমধ্যেই আমেরিকা ও জার্মানি রাহুল ইস্যুতে নিজদের মন্তব্য পেশ করে দিল্লির রাজনৈতিক পারদ চড়িয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup