Thyroid Not Only Triggers Obesity, Know Symptoms, Treatment


কলকাতা : থাইরয়েড ( Thyroid )। শুনলেই মনে ভয় ! থাইরয়েড মানেই কি মোটা হয়ে যাওয়া , বা চেহারা শুকিয়ে যাওয়া ? না থাইরয়েডের আরও নানা লক্ষণ আছে, যা অনেকে জানেনই না। যার দরুণ শরীরে এই অসুখ বাসা বাঁধলেও অনেকে জানেনই না। আর রোগ বেড়ে যায় চুপিসাড়ে। সেই সঙ্গে বাড়তে থাকে জটিলতা। সারা বিশ্বে বহু মানুষই থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, এটি একটি অটো ইমিউনড ডিসিজ। কোনও বংশানুক্রমিক অসুখ নয়, জিনগত অসুখও নয়। 

বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবিপি লাইভের সঙ্গে। থাইরয়েড গ্লান্ডের কার্যকারিতা কমে যাওয়া মানেই সমস্যার শুরু। আর থাইরয়েড ধরার সর্বোত্তম উপায় হল রক্ত ​​পরীক্ষা। যদিও থাইরয়েডের লক্ষণগুলো সহজেই লক্ষ্য করা যায়।


ডা. পাল জানালেন থাইরয়েড দুই রকম। 

  • হাইপোথাইরয়েড (hypothyroidism )
  • হাইপারথাইরয়েড (hyperthyroidism) 

    থাইরয়েড সমস্যা যে কারও হতে পারে, কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। আসুন থাইরয়েড সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

 

থাইরয়েড কি সারে ? 

থাইরয়েড একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে থাকে। এই গ্রন্থিটি T3 এবং T4 হরমোন নিঃসরণ করে। থাইরয়েড যে কারও হতে পারে। কেউ কেউ থাইরয়েড রোগ নিয়ে জন্মায়। কারও কারও আবার পরবর্তীতে এই অসুখ দেখা যায়। কারও কারও আবার গর্ভাবস্থায় থাইরয়েড ধরা পড়ে। তবে গর্ভধারণ করার পর কারও থাইরয়েড ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করে দিতে হয়। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানালেন, থাইরয়েড কিন্তু সারে না। ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়।  চিকিৎসকরা বলছেন, মহিলাদের মধ্যে কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা থাইরয়েডের জন্য হয়ে থাকে।ত্বকের সমস্যা ,  অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্বর মতো সমস্যাও দেখা দিতে পারে। 

 

 

হাইপোথাইরয়েডিজমের লক্ষণ

  • সব সময় ক্লান্তি লাগা 
  • ত্বক শুষ্ক বোধ হওয়া 
  • সামান্য ওজন বৃদ্ধি 
  • চুল পড়ে যাওয়া
  • নখে ক্ষয় ধরা 
  • মানসিক ভাবে ভেঙে পড়া  
  • হৃদস্পন্দন ধীর হয়ে আসা 
  • মেনস্ট্রুয়েশন সংক্রান্ত সমস্যা 

 অন্যদিকে হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলি হল , 

  • ওজন কমে যাওয়া
  • ক্ষুধা বৃদ্ধি হওয়া
  • হার্ট রেট বেড়ে যাওয়া 
  • উদ্বেগ বেড়ে যাওয়া 
  • চোখ ঠেলে বেরিয়ে আসা 
  • ঘুমের ব্যাঘাত 

অনেকের ধারণা, থাইরয়েড হলেই মোটা হয়ে যায় মানুষ। কিন্তু তা নয়। থাইরয়েডের জন্য মুখ বা হাত পায়ে ফোলাভাব আসতে পারে, কিন্তু কেউ অতিরিক্ত মোটা হয়ে গেলে জানতে হবে, সেই ওবেসিটির কারণ আলাদা। হাইপো থাইরয়েড থেকে সেরে ওঠা সম্ভব নয়। ওষুধের মাধ্যমে হরমোন রিপ্লেসমেন্টই এর একমাত্র সমাধান। অবশ্য হাইপার থাইরয়েডিজম সেরে যায়। হাইপার থাইরয়েডিজম চিকিৎসা না করে ফেলে রাখলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুও ঘটতে পারে। 

ডা. রুদ্রজিৎ পালের পরামর্শ, এই লক্ষণগুলি দেখলে আরও সতর্ক হতে হবে। থাইরয়েড গ্রন্থির সমস্যা ধরতে হবে সময় থাকতেই।