শিবপুরের ঘটনা খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছে তথ্যানুসন্ধানী দল

হাওড়ার শিবপুরে হিংসার ঘটনা খতিয়ে দেখতে রাজ্য আসছে আসছে একটি আইনজীবী সংগঠনের প্রতিনিধি দল। ‘লইয়ার্স ফর জাস্টিস’ নামে সংগঠনটির প্রতিনিধি দল তথ্যানুসন্ধান করে জানার চেষ্টা করবে কী কারণে রামনবমী পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ঘটনা হল।

এর আগে জানুয়াারি মাসে ওই সংগঠনের প্রতিনিধিরা রাজ্য এসেছিলেন। তাঁরা ভোট পরবর্তী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন। টেট পাশ চাকরিপ্রার্থী ও রাজ্য সরকারের কোপে পড়া ব্লগার ও ইউটিউবাদের সঙ্গে তাঁরা কথা বলেন। এই দলে ছিলেন প্রাক্তন বিচারপতি এল নরসিংহ রেড্ডি, প্রাক্তন আইপিএস অফিসার রাজপাল সিংহ, মহিলাদের অধিকার নিয়ে কাজ করা আইনজীবী চারু ওয়ালি খন্না, সাংবাদিক সঞ্জীব নায়ক এবং দুই আইনজীবী ওমপ্রকাশ ব্যাস এবং রোজি তাবা।

গত ফেব্রুয়ারি মাসে দলটি আবারও রাজ্য আসে। তারা বগটুই যায়। হামলার অভিযোগ ওঠা রাজগঞ্জের একটি মন্দির পরিদর্শন করে। কথা বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বিজেপি সূত্রে খবর, দিন সাতেকের মধ্যেই ওই প্রতিনিধি দল রাজ্যে আসতে পারে।

বিজেপি অবশ্য সরাসরি ওই সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও দলীয় সূত্রে খবর, প্রতিনিধিদের তথ্যানুসন্ধানে সাহায্য করবে গেরুয়া শিবির।