CBSE, ইউপি বোর্ডের বই থেকে মুছে যাচ্ছে মুঘল দরবারের ইতিহাস, বিরাট বদল সিলেবাসে

কে সন্দীপ কুমার

উত্তরপ্রদেশ বোর্ড ও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(CBSE) দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আর মুঘল আমলের বিষয়গুলি পড়বেন না। NCERT এবার ইতিহাস বই থেকে Kings and chronicles: The Mughal courts(C 16th and 17th centuries) বাদ দিচ্ছে। ইতিহাস বই Themes of Indian History Part II থেকে মুঘলদের সম্পর্কিত অংশটি বাদ দেওয়া হল এবার। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে আর ক্লাস ১২এর পড়ুয়াদের বইয়ের এই অংশটি পড়তে হবে না।  রাজ্যের শিক্ষা দফতর একথা জানিয়েছে। যোগী রাজ্যে নয়া পদক্ষেপ নেওয়া হল।

এর সঙ্গেই সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস, কনফ্রন্টেশন অফ কালচারস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একাদশ শ্রেণির পাঠ্যবই থিমস ইন দ্য ওয়ার্ল্ড হিস্টরি থেকে বাদ দিয়ে দেওয়া হল।

এদিকে ইতিহাসের বইয়ের ওই অংশে আকবরনামা ও বাদশহনামার কথা উল্লেখ করা ছিল। সেই সঙ্গেই মুঘল সম্রাটদের নানা কথাও উল্লেখ করা হয়েছিল এই চ্যাপ্টারে। তাদের শাসনকালের নানা নথিপত্র, রাজধানী, তাদের উপাধি সহ নানা দিক উল্লেখ করা ছিল চ্যাপ্টারে।

অন্যদিকে US Hegemony in world politics, The cold War Era ক্লাস ১২ এর পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে। এর সঙ্গেই Rise of popular movements , Era of one party dominance চ্যাপ্টারটিও পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে কংগ্রেসের শাসন, সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিজেপির কথাও উল্লেখ করা হয়েছে এই পাঠ্যবইতে। এদিকে ডেমোক্র্যাটিক পলিটিকস ২ বই থেকে পপুলার স্ট্রাগলস অ্য়ান্ড মুভমেন্ট, ডেমোক্র্যাসি অ্যান্ড ডাইভার্সিটির মতো চ্যাপ্টারকেও বাদ দেওয়া হচ্ছে দশম শ্রেণির বই থেকে।

এদিকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসের এই বদল প্রসঙ্গে ইউপি বোর্ডের সেক্রেটারি দিব্যাকান্ত শুক্লা জানিয়েছেন, ইউপি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সবটা জানা যাবে। সেই ওয়েবসাইটটি হল https://www.upmsp.edu.in এখান থেকে সবটা জানা যাবে। নতুন যে বই গুলো প্রকাশ করা হয়েছে তা বাজারে পাওয়া যাবে।