Odisha’s gift to Bengal: পুরীতে ২কোটির জমি বিনামূল্যে, ‘বিশ্ববাংলা ভবন’-এর জন্য বাংলাকে উপহার ওড়িশার

ওড়িশার সঙ্গে বাংলার পুরনো সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কিছু দিন আগে পুরীতে গিয়ে বাংলার পর্যটকদের জন্য ‘হলিডে হোম’ করার জমি দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জমি বিনামূল্যে রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য দু’একর জমির কোনও মূল্য নেবে না ওড়িশা সরকার।

যে এলাকায় এই ভবনটি তৈরি হবে সেখানে নতুন টাউনশিপ তৈরি হচ্ছে। একটা এয়ারপোর্টও থাকবে। ওড়িশা সরকার জায়গাটির নাম দিয়েছে ‘নতুন পুরী’। ঢেলে সাজানোর জন্য নানা পরিকল্পনা নিয়েছে নবীন পট্টনায়েক সরকার। ওই এলাকায় জমির দাম বর্তমানে এক কোটি টাকা প্রতি একর। কিন্তু জমির দাম বাবদ রাজ্যকে একটি টাকাও দিতে হবে না।

পূণ্যার্থীরা স্বর্গদ্বার থেকে যাতে সরাসরি মন্দিরের সিংহদুয়ার পর্যন্ত বিনা বাধায় যেতে পারেন তার জন্য রাস্তা চওড়া করা হচ্ছে। এর জন্য রাস্তার ধারের পুরনো বাড়ি ভাঙা হবে। এ ছাড়া তৈরি হবে উড়ালপুল।

রাজ্য যেখানে জমি পেয়েছে, সেই জায়গার পরিবেশ খুবই মনোরম। রাজ্যের নতুন ভবনে শতাধিক পূণ্যার্থীর থাকার ব্যবস্থা হবে। ওড়িশা-বাংলার সম্পর্কের ইতিহাসের কথা মনে রেখে ভবনটি সাজানো হবে।

প্রসঙ্গত,পরীর মন্দিরের আদলে দিঘায় একটি মন্দির তৈরি করছে রাজ্য সরকার। সেই মন্দিরের কাজ খতিয়ে দেখতে সোমবার দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের মধ্যে ওই মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তা উদ্বোধনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ডাকা হতে পারে।

লোকসভা ভোটের আগে মমতা-নবীন সম্পর্কের এই সমীকরণ জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।