Snake At Mid-Day Meal: মিড–ডে মিলের খাবারে এবার মিলল সাপ, তীব্র আলোড়ন পড়ল নদিয়ায়

ব্যাঙ–আরশোলা–টিকটিকি এখন অতীত। মিড–ডে মিলের খাবারে এবার নয়া জীব। শিশুদের রান্না করা খাবারে সে এসে পড়েছে। তবে সেও সাপের বাচ্চা। আর তা দেখে আলোড়ন পড়ে গিয়েছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের ডোমপুকুর এলাকায়। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসায় শিশুদের খাবারের যত্ন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রত্যেকদিনের মতো আজও এলাকার শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনার জন্য পাঠান বাড়ির সদস্যরা। সেখানেই খাবার দেওয়ার সময় দেখা যায় রান্না করা খাবারের ভিতর কালো ছোট্ট একটি সাপ।

ঠিক কী ঘটেছে নদিয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, মিড–ডে মিলের খাবারে সাপ থাকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এমনকী শিশুদের খাবারে সাপ থাকা নিয়ে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এখানের আইসিডিএস সেন্টারের এক শিক্ষিকা জানান, নিয়ম মেনেই রান্না করা হয়। যদিও অভিভাবকদের অভিযোগ, স্কুলের পাশে একটি বাড়ির ভিতরে রান্না করা হয়। যার চারপাশে রয়েছে শৌচালয়। তাই পরিচ্ছন্নতা একেবারে শিকেয় উঠেছে। আজ যদি কোনও বাচ্চার কিছু হয়ে যেত তাহলে তার দায়িত্ব কে নিত?‌

কোন খাতে মিলল টাকা?‌ নবান্ন সূত্রে খবর, মিড–ডে মিলের দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে ৬৪০ কোটি টাকা কেন্দ্র রিলিজ করেছে। আর সেটাই পেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। তবে শুধু মিড–ডে মিল নয়, সমগ্র শিক্ষা অভিযান খাতেও কেন্দ্র টাকা রিলিজ করল রাজ্যকে। ৫৭৬ কোটি টাকা এই খাতে কেন্দ্র দিল রাজ্য সরকারকে। মূলত দুটি ক্ষেত্রেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে রাজ্য। সেখানে মিড–ডে মিলের খাবারে সাপ মেলায় পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনা নিয়ে গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছে। এলাকার এক বাসিন্দা আশানুর বিশ্বাস সংবাদমাধ্যমে বলেন, ‘‌চাল, ডাল আসলেও ঠিকমতো খাবার দেওয়া হয় না। সোয়াবিন, আলু কিছুই দেওয়া হয় না। প্রোটিনও বাচ্চারা পায় না। যেখানে রান্নার জায়গা একেবারে ভাল নয়। তিনদিকে তিনটে শৌচালয়। সেখানে রান্না করা হয়। গ্যাস দিয়েছে সরকার। তারপরও তাতে রান্না করে না। বাঁশের পাতা পুড়িয়ে রান্না করে। বাচ্চাদের খাবারে কোনও যত্ন নেই। তাই আজ সাপ বেরিয়েছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup