SRH vs RR, 1 Innings Highlight: বাটলার, যশস্বী, স্য়ামসনের ঝোড়ো অর্ধশতরান, ২০৩ রান বোর্ডে তুলে নিল রাজস্থান

<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তার সিদ্ধান্ত আদৌ ঠিক ছিল না কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাবে। কারণ ব্য়াটিংয়ের আমন্ত্র পাওয়ার পর যেভাবে রান তুললেন রাজস্থানের ব্য়াটাররা, তা সত্য়িই অকল্পনীয়। প্রথম ৬ ওভারে ৮৭ রান বোর্ডে তুলে নিল রাজস্থান। অর্ধশতরান হাঁকালেন রাজস্থানের তিন ব্য়াটার জস বাটলার, যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সঞ্জু স্য়ামসন। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে বোর্ডে 203 রান তুলে নিল রাজস্থান।</p>
<p style="text-align: justify;">এদিন ব্য়াট করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও যশশ্বী। বিশেষ করে বাটলার ছিলেন বিধ্বংসী মেজাজে। নিজের 20 বলে অর্ধশতরান পূরণ করেন। যদিও ৫৪ রানের মাথায় আউট হয়ে ফিরে যান ইংল্য়ান্ড ব্য়াটার। ৬ ওভারে ১ উইকট হারিয়ে বোর্ডে 85 রান বোর্ডে তুলে নেয রাজস্থান।&nbsp; বাটলার ফিরে যাওয়ার পর জয়সওয়ালও হাফ সেঞ্চুরি পূরণ করেন। তিনি ৩৪ বলে এই মাইলফলকে পৌঁছন।</p>
<p style="text-align: justify;">মাত্র ২২ বলে ৫০ রান বাের্ড তুলে নিয়েছিল রাজস্থান। এই নিয়ে ৩ বার পাওয়ার প্লে-তে অর্ধশতরান পূরণ করলেন বাটলার। 2021 সালে সিএসকের বিরুদ্ধে আবুধাবিতে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৮১ রান বোর্ডে তুলেছিল রাজস্থান। সেটিই ছিল এতদিন পাওয়ার প্লে-তে সর্বাধিক রান রাজস্থানের। এবার তা ছাপিয়ে গেল স্য়ামসনের দল।&nbsp;</p>
<p style="text-align: justify;">৫৪ রান করে যশস্বী ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তিনি 32 বলে 55 রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে স্য়ামসন 4টি ছক্কা ও 3টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে নেমে 16 বলে 22 রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা।&nbsp;</p>
<p style="text-align: justify;">হায়দরাবাদ বোলারদের মধ্য়ে 2টো করে উইকেট নেন ফাজল ফারুখি ও টি নজরাজন। 1টি উইকেট নেন উমরান মালিক। ভুবনেশ্বর কুমার নিজের কোনও উইকট পাননি।</p>
<p><strong>রোহিতের আপডেট</strong></p>
<p>মরসুম শুরুর পূর্বে অধিনায়কদের বৈঠকে শুক্রবার রোহিত অনুপস্থিত ছিলেন। তারপর থেকেই তাঁর রবিবারের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বাউচার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন যে রোহিত রবিবার মাঠে নামার জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘হ্যাঁ, রোহিত সম্পূর্ণ ফিট। বিগত দুই দিন ও অনুশীলন করেছে এবং ১০০ শতাংশ ফিট। ওইদিন (বৈঠকের দিন) ওর শরীরটা ভাল লাগছিল না এবং সেই কারণেই আমরা ওকে ঘরেই থাকার পরামর্শ দিয়েছিলাম। সকলকে এমন প্রচুর ফটোশ্যুট করতে হয়। সত্যি বলতে ও তেমন বিশ্রামই পায় না, তাই ওর এই বিশ্রাম নেওয়াটা প্রয়োজনও ছ<span style="text-align: justify;">িল।'</span></p>