TMC and Congress clash: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত রতুয়া, ভাঙচুর উভয় দলের পার্টি অফিস, আহত ১২

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি উভয় পক্ষের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে ঘটনায় ১২ জনের বেশি আহত হয়েছেন। শনিবার আনুমানিক রাত্রি সাড়ে ৮টা নাগাদ কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। চলে পুলিশি টহলদারি। এই সংঘর্ষে দুপক্ষের কর্মীই আহত হয়েছেন। তাঁরা মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন।

এলাকার যুব কংগ্রেস সভাপতি রেজাউল হক জানিয়েছেন, ‘আমরা পার্টি অফিসে বসে চা খাচ্ছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে পার্টি অফিসে হামলা চালায়।’ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। তাই ওরা অন্যান্য দলগুলিকে এগোতে দিচ্ছে না। ভয় দেখাচ্ছে। ঘটনায় ১২ জন কংগ্রেস কর্মী আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বাড়ি পাওয়ার জন্য কাটমানি চাইছিল তৃণমূল কংগ্রেস। তাতে আপত্তি জানানোয় এই হামলা চালানো হয়েছে। পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে, এই কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পালটা কংগ্রেসের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ তুলেছে তৃণমূল।

তৃণমূলের রতুয়া ২ নম্বর ব্লক সভাপতি শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা পার্টি অফিসে কয়েকজন ছিলাম। তখন প্রথমে কংগ্রেসের লোকজন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এরপর ইট পাটকেল, কাঁচের বোতল দিয়ে হামলা চালায়। ঘটনায় আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বেশ কয়েকজনের মাথা ফেটেছে।’ এছাড়াও, পার্টি অফিসের টিভি, চেয়ার, কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। যদিও কংগ্রেস নেতার দাবি, কংগ্রেসের তরফ থেকে কোনও রকমের হামলা চালানো হয়নি। এটা তৃণমূলের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup