বেতনবৃদ্ধি নিয়ে মেসি-পিএসজি কর্তাদের বিবাদ তুঙ্গে, চুক্তি বাড়াবেন ‘এলএম টেন’?। Paris Saint Germain star Lionel Messi has refused to take pay cut and amid desire to extend his contract at the club

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একেবারেই ছন্দে নেই তারকাখচিত দল। ঘরের মাঠেই জোড়া হার হজম করেছে প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain)। আর্জেন্টিনার (Argentina) জার্সি গায়ে চাপিয়ে গত দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে রেকর্ড গড়েছেন। তবে পিএসজি-র (PSG) জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স করতে পারছেন না মহাতারকা। সূত্রের খবর, এমন কঠিন পরিবেশে লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে ক্লাব কর্তাদের ঝামেলা তুঙ্গে। শোনা যাচ্ছে, বেতন কমিয়ে দেওয়া নিয়ে ক্লাব কর্তাদের সিদ্ধান্তে ব্যাপক চটেছেন ‘এল এম টেন’ (LM 10)। আগামী মরসুমের চুক্তিপত্রে সই করতে গেলে অন্তত ৩০ শতাংশ বেতন ছেঁটে ফেলবেন প্যারিস কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্তাদের সেই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না বিশ্বকাপজয়ী মহাতারকা। 

বিশাল অর্থের বিনিময়ে মেসি, নেইমার (Neymar), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), সার্জিও র‍্যামোসদের (Sergio Ramos) মতো তারকাদের দলে নিয়েছে পিএসজি। কিন্তু বিশাল অঙ্কের অর্থ খরচের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফেয়ার প্লে-র নিয়ম। শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে কর্তাদের সামনে নাকি দুটি পথ রয়েছে। প্রথমত, মেসির চুক্তি অনুযায়ী বেতন দিতে হলে, অন্য ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কমিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত, মেসির সঙ্গে কম বেতনের চুক্তি করতে হবে। সূত্রের খবর অনুসারে দ্বিতীয় রাস্তাটাই বেছে নেওয়ার পক্ষপাতী পিএসজি। 

আরও পড়ুন: Lionel Messi: বিরাট সম্মান! পেলে-মারাদোনার পাশে জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের ‘শাসক’ মেসি

আরও পড়ুন: Lionel Messi: কোন তিন শর্ত মানলে বার্সেলোনায় ফিরতে পারেন ‘এল এম টেন’? জেনে নিন

কর্তাদের এমন আবেদন মেনে নিতে পারছেন না মেসি। শোনা যাচ্ছে তিনি ও তাঁর বাবা অর্থাৎ এজেন্ট জর্জ মেসি বেতন কমিয়ে দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি কম বেতনে পিএসজি-র হয়ে মাঠে নামতে রাজি নন। আগামী জুলাই মাসেই পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। তারপরে কোন ক্লাবের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী তারকা? তিনি কি আবার প্রিয় বার্সেলোনায় ফিরে যাবেন? সেটা নিয়ে জল্পনা বাড়ছে।

এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২৯টি। তাঁর কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি। বিশেষ করে গত বিশ্বকাপের পর থেকে মেসির ছন্দে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন সমর্থকদের একাংশ। তাই দলের হারের ক্ষোভ গিয়ে পড়ছে তাঁর উপর। রবিবার লিগ ওয়ানের ম্যাচের প্রথম একাদশে ছিলেন মেসি। তাঁর নাম ঘোষণা হতেই শিস দিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন দর্শকদের একাংশ। তারপরেই ঘরের মাঠে ম্যাচটিও হেরে যায় তাঁর দল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)