মেয়েরা নিজের বাবার বাড়ি ছাড়তে পারেন, পুরুষ ছাড়লেই বউ ‘হোম ব্রেকার’! এক খোঁচায় টুইট উস্কে দিয়েছে বিতর্ক

বিয়ের দিনের যাবতীয় উৎসব, উচ্ছ্বাসের পরদিন চোখে জল নিয়ে একজন মেয়ে রওনা হয় তাঁর শ্বশুরালয়ের দিকে। এই ছবিই চেনে সকলে। যে বাড়িতে মেয়েটির বেড়ে ওঠা, যে পরিবেশ তাঁর ছায়াসঙ্গী, যে খাট,বিছানা, আলমারি, জানলা তাঁর ছোটবেলার স্মৃতিতে মাখামাখি, সেই সব ছেড়ে তাঁকে চলে যেতে হয়, কারণ সেটা সামাজিক বিধি। মেয়ের বিয়ের পর চলে যাওয়াতে তাঁর বাবা মায়ের বুকও স্বাভাবিকভাবে ফেটে যায় কষ্টে। সেই ছবিও সকলেরই চেনা। মেয়ের বাবা মায়ের সেই ‘ত্যাগ’ নিয়ে কেউ প্রশ্ন করে না। তবে একজন ছেলে , যখন তাঁর বাবা-মাকে ছেড়ে দূরে থাকেন তাঁর বিবাহিত স্ত্রীকে নিয়ে, তখন ছেলের বাবা মায়ের ‘ত্যাগ’ নিয়ে ওঠে প্রশ্ন। পুত্রবধূ তখন ‘হোম ব্রেকার’ (সংসারভঙ্গকারী) তকমায় ভূষিত হন। সামাজিক এই অবস্থা নিয়ে ক্ষোভ জাহির করে সদ্য এক টুইট উঠে আসে। যা নিয়ে ইন্টারনেটে ঝড় বয়ে যাচ্ছে তর্ক বিতর্কের।

যে টুইট ভাইরাল হয়েছে, তাতে একটি প্রশ্ন উস্কে দেওয়া হয়েছে। আর সেই প্রশ্নটা খুব সোজাসাপটা, ‘একজন মহিলা যখন তাঁর বাবা মায়ের বাড়ি ছেড়ে বিয়ের পর চলে যান, তখন তা নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু যখন একজন পুরুষ তাঁর বাড়ি ছেড়ে চলে যান, তখন হঠাৎ করে সকলের মনে পড়ে, তাঁর বাবা মায়ের আত্মত্যাগ, কীভাবে তাঁরা আমাদের বড় করেছেন, দায় দায়িত্ব, পড়াশুনো শিখিয়েছেন… এইসব… মেয়ের বাবা মা কি এসব করেননি?’ সমাজের চেনা বিধি নিয়ে প্রশ্ন তোলা এই টুইট পুুরুষতান্ত্রিক নিয়মকে আবার একবার প্রশ্নের খোঁচায় উস্কানি দিয়েছে। খুব সোজা ভাবে এই টুইট প্রশ্ন তুলেছে সমানাধিকারের। প্রশ্ন তুলেছে, একজন মহিলা ও পুরুষ দু’জনকেই কেন সমানভাবে ‘মানুষ’ হিসাবে দেখা হবে না? কেন মহিলার বাড়ি ছাড়াকে ‘বিধি’ বলে আখ্যা দেওয়া হবে, আর পুরুষের বাড়ি ছাড়ার ঘটনায় একজন বধূকে দোষারোপ করা হবে? এই দ্বিচারিতার জায়গা থেকেই হাইভোল্টেজ টুইট ঘিরে সরগরম নেটপাড়া।

( সাময়িক স্বস্তি ফিরল রাহুল গান্ধীর! মানহানি মামলায় জামিনের মেয়াদ বাড়াল কোর্ট)

(এই যাঃ! রান্নায় হলুদ বেশি পড়ে গিয়েছে? কড়াইতে শুধু এইটি দিলেই হবে মুশকিল আসান)

 

একের পর এক টুইটে এই পোস্ট ঘিরে প্রশংসা উঠে আসছে। অনেকেই সমর্থন জানিয়েছেন। অনেকে সমর্থন জানিয়ে প্রশ্ন করছেন, মেয়েদের ছোটবেলা থেকেই এইভাবে মানুষ করা হয়, আর বলা হয়, তোমার আসল বাড়ি হল শ্বশুরবাড়ি। অনেকেই বলছেন, বহু ক্ষেত্রে নিজের বাপের বাড়ি যেতে চাওয়ার জন্যও অনুমতি নিতে হয় মহিলাদের। এই সমস্ত পুরুষতান্ত্রিক ভাবনা এক খোঁচায় উস্কে দিয়েছে এই ভাইরাল টুইট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup