হাওড়া পাথর ছুড়তে ব্যবহার করা হয়েছে শিশুদের, পুলিশের কাছে রিপোর্ট তলব NCPCR-এর

হাওড়ায় রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসায় পাথর ছুঁড়তে ব্যবহার করা হয়েছে শিশুদের। এমনই গুরুতর অভিযোগ পেয়ে পুলিশের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সোমবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে চিঠি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে বলেছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।

গত ৩০ মার্চ রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর। রাম নবমীর মিছিলে পাথর, বোমা নিয়ে হামলা হয় বলে অভিযোগ। পরদিন ফের হামলা চালায় তাণ্ডবকারীরা। 

NCPCR-এর তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে হাওড়া হিংসার এমন ছবি এসে পৌঁছেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শিশুদের পাথর ছোড়ার কাছে ব্যবহার করা হচ্ছে। শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করে তাদের পিছন থেকে পাথর ছোড়ায় প্ররোচনা দিচ্ছেন কিছু ব্যক্তি। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে লেখা চিঠিতে জানতে চাওয়া হয়েছে, যারা শিশুদের পাথর ছোড়ার কাছে ব্যবহার করেছে তাদের চিহ্নিত করা হয়েছে কি? তাদের বিরুদ্ধে পুলিশ কী কী পদক্ষেপ করেছে? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশ কমিশনারকে।