40 cattle burnt out: ডানকুনির খাটালে ভয়াবহ আগুন! পুড়ে মৃত্যু ৪০টি গরুর, আহত ১৫

ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল খাটালে। আগুনে পুড়ে মৃত্যু হল ৪০টি গরুর। এছাড়াও ১৫টি গরু জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। আজ সোমবার দুপুরে ওই খাটালে ভয়াবহ আগুন লাগে। আশেপাশে ঘাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খাটালের পাশে একটি গেঞ্জি কারখানা আছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। যদিও গেঞ্জি কারখানায় খুব বেশি ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি রথতলা সংলগ্ন খালপাড় এলাকায় কয়েকটি খাটাল রয়েছে। তার মধ্যে একটি খাটালে আচমকা আগুন লাগে। ওই খাটালের পাশে ছিল আরও দুটি খাটাল। ক্রমেই সেই খাটালগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। খাটালে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই সময়ের মধ্যে খাটালে থাকা সমস্ত গরু বের করা সম্ভব হয়নি। ফলে ঘাটালের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪০টি গরুর। এদিকে, আগুন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও গবাদি পশুগুলিকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। এছাড়াও সেখানে পৌঁছন অন্যান্য কাউন্সিলররা। পুর প্রধানের অভিযোগ, বৈধ অনুমতি ছাড়াই খাটালগুলি চলছিল। খাটাল মালিকদের বক্তব্য, এদিনের অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের ফলে এদিন আগুন লাগে।

এর আগে, কলকাতার নেতাজিনগরের নাকতলা রোডের একটি বহুতলের নীচের তলায় ফ্ল্যাটে আগুন লেগেছিল। খাঁচাবন্দি অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ৮টি বিড়াল ও ১ কুকুরের। আবাসিকদের অভিযোগ, ওই প্রাণীদের কোনও যত্ন করা হতো না। ঠিকমতো খেতেও দেওয়া হত না। অস্বাস্থ্যকর পরিবেশের খাঁচায় বন্দি ছিল ৮টি বিড়াল ও ১ কুকুর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup