Small Citizens Savings Scheme: বাড়ল সুদের হার, রাখা যাবে দ্বিগুণ টাকা, পোস্ট অফিসে ‘ডবল’ সুবিধা প্রবীণদের

Senior Citizens Saving Scheme (SCSS): ১ এপ্রিল থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার ঘোষণা করেছে ভারত সরকার (GoI)। ২০২৩ সালের এপ্রিল থেকে এই ক্ষুদ্র সঞ্চয় সুদের হারে বদল আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার বাড়িয়ে ৮.২% করেছে। জানুয়ারি থেকে মার্চ ২০২৩ ত্রৈমাসিকে সুদের হার ছিল ৮%।

সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার পরিবর্তন ছাড়াও সর্বোচ্চ আমানতের সীমাও বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে বিনিয়োগের সর্বোচ্চ সীমা দ্বিগুণ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট বক্তৃতার সময়ে এই বিষয়ে ঘোষণা করেছিলেন। আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসে মাত্র ৫০ টাকা করে জমিয়েই পাবেন প্রায় ৫ লক্ষ টাকা

নির্মলা সীতারামন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সর্বোচ্চ আমানতের সীমা দ্বিগুণ করার ঘোষণা করেছেন। প্রবীণ নাগরিকদের সঞ্চয় স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।প্রবীণ নাগরিকদের কাছে এখন বেশ কিছু উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে।

SCSS-র সুদ ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয়। অর্থাত্ প্রতি অর্থবর্ষের ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর এই সুদ দেওয়া হয়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে(SCSS) কারা বিনিয়োগ করতে পারবেন?

বয়সসীমা: অন্তত ৬০ বছর বয়স হতে হবে। নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়স যাঁদের, এবং যাঁরা ইতিমধ্যেই চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁরাই এই SCSS অ্যাকাউন্ট খুলতে পারবেন।

SCSS অ্যাকাউন্ট আমানতকারীরা সর্বোচ্চ ১ লক্ষ টাকা নগদে(Cash) জমা করতে পারবেন। ১ লক্ষ টাকা বা তার বেশি পরিমাণে হলে সেক্ষেত্রে অবশ্য এই সুযোগ পাবেন না। তখন চেকের মাধ্যমে জমা করতে হবে। আরও পড়ুন: Fixed Deposit Rate: আরও বাড়তে পারে FD-র সুদের হার! ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্কের

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup