Suvendu Adhikari: ‘উস্কানি নয়’, শর্তসাপেক্ষে শুভেন্দুকে চন্দ্রকোনায় সভা করার অনুমতি হাইকোর্টের

সভা করা যাবে, তবে তা শান্তিপূর্ণ ভাবে করতে হবে। কোনও উস্কানি দেওয়া যাবে না। শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুলের মাঠে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি স্কুলের মাঠে রাজনৈতিক সভা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে পড়ুয়াদের কাছে ভুল বার্তা যেতে পারে বলে তাঁর পর্যবেক্ষণ।

সোমবার দুপুরে ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অভিযোগ, প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশের দাবি ছিল, পরিচালন সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধানশিক্ষকের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সে কারণে পুলিশও সভার অনুমতি বাতিল করে। 

বিজেপির তরফে প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছাড়াই সভা করার কথা বলা হলেও শেষমেশ তা বন্ধ করে দেওয়া হয়। বিরোধী দলনেতা টুইটারে জানান, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

এই মামলায় স্কুলের ম্যানেজিং কমিটিকে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূমিকা তদন্ত করে দেখতে হবে বলেও তিনি জানিয়ে দেন।

টুইটে শুভেন্দু লিখেছিলেন, ‘ঝাঁকরা হাই স্কুলের মাঠে কৃষকদের সভার অনুমতি দিয়েছিল পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ। হঠাৎ স্কুলের পরিচালন কমিটির মনে হল, স্কুলের প্রধানশিক্ষক সভার অনুমতি দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নন।’

বিজেপি সূত্রে খবর, হ্যান্ড মাইক নিয়ে পথে সভা করার পরিকল্পনা ছিল তাদের। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল হাইকোর্ট।