পরিকল্পিত হামলা হয়েছে রাম নবমীর মিছিলে, শাহকে চিঠি দিয়ে জানালেন BJP বিধায়ক

রিষড়ায় রাম নবমীর মিছিলে হামলার পর উত্তেজনা প্রশমণে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।

সোমবার শাহ ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে লেখা চিঠিতে বিমানবাবু লিখেছেন, ‘রবিবার ১ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ডে যাওয়ার সময় রাম নবমীর মিছিলে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা চালানো হয়। পাথর বৃষ্টির পাশাপাশি তলোয়ার ও বোমা নিয়ে হামলা হয়েছে। পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। গতকালের ঘটনায় যারা আক্রান্ত পুলিশ তাদেরই নিগ্রহ ও গ্রেফতার করছে’।

এর আগে হাওড়ায় রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী উত্তেজনাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল বিজেপি। রিষড়ায় হামলার পর একই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

রবিবার সন্ধ্যায় রিষড়ায় একটি ধর্মস্থানের সামনে রাম নবমীর মিছিলে হামলা হয়। মিছিল লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এর পর উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া ও শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। জারি হয়েছে ১৪৪ ধারা।